হ্যা মান্না দে আপনি ঠিকই গেয়েছেন ” কতজন এলো গেলো কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।। ”
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই – যে গানটি শুনে আমার গানের প্রতি মোহ আসক্তির সৃষ্টি । জীবনের সবচেয়ে বেশী শ্রুত গান এটি আমার। কত হাজার বার শুনেছি জানিনা । এখনো শুনি । আজ হয়ত সারাদিনই শুনবো ।
চলে গেলেন মান্নাদে না ফেরার দেশে , আমার মত ভক্তদের কাঁদিয়ে ।
তাঁর আত্মা শান্তি লাভ করুক।
==========প্রিয় গানটির কথা =========
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই,
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, আজ আর নেই।
নিখিলেশ প্যারিসে মৈদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে,
গ্র্যান্ডের গীটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে
কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়,
অমলটা ধুঁকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হায়।।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি যে লাখপতি স্বামী তার,
হীরে আর জহরতে আগাগোড়া মোরা সে, বাড়ি-গাড়ী সবকিছু দামী তার,
আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত,
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকত।।
একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলত
কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত
রোদ-ঝড়-বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম।।
কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা
একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দাম তার
অফিসে সোস্যালে অ্যামেচার নাটকে রমা অভিনয় করত,
কাগজের রিপোর্টার মৈদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত।।
সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও খালি নেই,
একই সে বাগানে এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের মালী নেই
কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউজে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়
কতজন এলো গেলো কতজনই আসবে কফি হাউজটা শুধু থেকে যায়।।
গানটির অডিও লিংক
প্রিয় শিল্পীর আরো কিছু প্রিয় গানঃ
মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় , মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল , আরো কত বাকী রয়ে গেল
সোনার এ দিনগুলো জীবনের দিনগুলো জ্বলে যায় , যাবে ঝড়ে যাবে ঝড়ে
আমায় আকাশ বললো , আমায় আকাশ বললো , তোমার দুচোখ মেঘ রং দিয়ে আঁকতে
সোনালী রং মেখে পাখীরা যায় নীরে
দুঃখ আমাকে দুঃখী করেনি , করেছে রাজার রাজা
তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ , দিতে পারোনি । স্টেজ প্রগ্রাম , মান্নাদের নিজের কথা আছে।
সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না ।
খুব জানতে ইচ্ছে করে , খুব জানতে ইচ্ছে করে , তুমি ই সেই আগের মতই আছো
দুঃখ আমায় দুঃখী করেনি করেছে রাজার রাজা
আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে
আমার না থাকে যদি সুর তোমার আছে তুমি তা দেবে
আমার একদিকে শুধু তুমি , শুধু তুমি —- পৃথিবী অন্য দিকে
যদি কাগজে লেখ নাম কাগজ ছিরে যাবে
যদি হিমালয় আল্পস এর সমস্ত জমাট বরফ , একদিন গলেও যায় , তবুও তুমি আমার
কতদিন দেখিনি তোমায় , তবু মনে পরে তব মুখ খানি
গভীর হয়েছে রাতি পৃথিবী ঘুমায় , শুধু আমার দু’চোখে ঘুম আসেনা , কেন ঘুম আসেনা
আবার হবেতো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো
পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন , ফিরে আর আসবে না কখনও
তুইকি আমার পুতুল পুতুল , সেই ছোট্টমেয়ে , যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে
তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড় , তারি মাঝে প্রেম বুঝি গড়ে খেলা ঘর
আমি তার ঠিকানা রাখিনি , ছবিও আকিনি কোথা সে জানি না , তবু ও
এই কূলে আমি আর ঐ কূলে তুমি , মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
আমি কোন পথে যে চলি , কোন কথা যে বলি , তোমায় সামনে পেলেই খুজে বেড়াই , মনের চোরাগলি
২৭টি মন্তব্য
নীহারিকা
আমাদের সবার প্রিয় একজন কিংবদন্তী শিল্পী চলে গেলেন। ওনার আত্মা শান্তিতে থাকুক। আমীন।
জিসান শা ইকরাম
ওনার আত্মা শান্তিতে থাকুক। আমীন।
ছাইরাছ হেলাল
আমার প্রিয় একজন শিল্পীর মহাপ্রয়াণে ব্যথিত হৃদয়ে বিনম্র শ্রদ্ধা ।
জিসান শা ইকরাম
মান্নাদের কত গান একসাথে শুনেছি তুমি আমি , সেই বড় রেকর্ড এর যুগ থেকে।
সিহাব
;( 🙁
জিসান শা ইকরাম
মন আমারও খারাপ হয়েছে ।
মা মাটি দেশ
‘৮৮/৯০সাল হবে তার কফি হাউসের এই গানটি শুনতে নিজে নিজেই তৈরী করলাম একটি ভাঙ্গা টেপ রেকর্ডার ।কত বার যে বন্ধুরা মিলে শুনেছি শুনছি শুনব তা বলা মুসকিল।মানুষ মরনশীল সবাইকেই একদিন যেতে হবে চিরসত্যের কাছে।তাই যদি রেখে যাই সু-নাম এই নামটিই করিবে পার পরপারের শান্তির সকল বাধা।
স্রষ্টা তাহার মঙ্গল করুন।
জিসান শা ইকরাম
এই গানটিই মান্নাদের সবচেয়ে জনপ্রিয় গান বলে মনে হয় ।
স্রষ্টা তাহার মঙ্গল করুন।
সীমান্ত উন্মাদ
গানের ভূবনে ভালোবাসার রাজপ্রসাদে যে দীপ শিখা তুমি জ্বেলে গেছ তা চিরদিন কোটি মানুষের হৃদয়ে ধারিত থাকবে হাজারো কালবেলার মাঝেও। তোমার অন্তিম যাত্রা শুভহোক মান্না দে।
জিসান শা ইকরাম
আসলেই , এমন দরদী কন্ঠ আর কারো —
খসড়া
মান্না দের গাওয়া এই গানগুলো আমার খুব প্রিয়। তাঁর চলে যাওয়াতে বাংলা গানের ভুবনে যে শুন্যতা সৃষ্টি হলো তা পুরন হবার নয়। আল্লাহ্ তাঁকে শান্তি দিক।
যদি হিমালয় আল্পস এর সমস্ত জমাট বরফ
একদিন গলেও যায়
তবুও তুমি আমার।
যদি পাথরে লিখ নাম সে নাম ক্ষয়ে যাবে
যদি কাগজে লিখ নাম সে নাম মুছে যাবে
যদি হৃদয়ে লিখ নাম সে নাম রয়ে যাবে।
কতদিন দেখিনি তোমায় তবু
মনে পরে তব মুখ খানি
গভীর হয়েছে রাতি পৃথিবী ঘুমায়
শুধু আমার দু’চোখে ঘুম আসেনা
কেন ঘুম আসেনা
হয়ত ঘুমের সে রাত গেছে ফুরিয়ে।
আবার হবেতো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো।
দ্বীপ ছিল শিখা ছিল
শুধু তুমি ছিলে না বলে আলো
জ্বলল না
পৌষের মাঝামাঝি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে না কখনও
তুইকি আমার পুতুল পুতুল
সেই ছোট্টমেয়ে
যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে
তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়
তারি মাঝে প্রেম বুঝি গড়ে খেলা ঘর।
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আকিনি কোথা সে জানি না
তবু ও
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়।
আমি কোন পথে যে চলি
কার কথা যে বলি
তোমায় সামনে পেলেই খুজে বেড়াই
মনের চোরাগলি।
জিসান শা ইকরাম
তাঁর শুন্যতা পুরন হবার নয় ।
আপনার প্রিয় গান কিছু পোস্টের মাঝেই আছে
বাকী গুলো পোস্টে দিয়ে দিচ্ছি
ধন্যবাদ আপনাকে ।
শিশির কনা
আব্বু আম্মুর প্রিয় শিল্পী ছিলেন মান্না দে। ছোট বেলায় টেপ রেকর্ডারে ওনার গান শুনতে শুনতে বড় হয়েছি বলা যায়। সেরা শিল্পী গণ সব চলে যাচ্ছেন । তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
জিসান শা ইকরাম
তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
নিশিথের নিশাচর
আমার প্রিয় একজন শিল্পী…
তার বিদেহী আত্মার শান্তি কামনা করি
আর তার চির অমর গানের জন্য তাকে শ্রদ্ধা…।।
জিসান শা ইকরাম
তার বিদেহী আত্মার শান্তি কামনা করি
মর্তুজা হাসান সৈকত
উপমহাদেশীয় সংগীতের অন্যতম পুরোধা এবং অবশ্যই আমার সেরা গায়কদের একজন। অপূরণীয় ক্ষতি হলো এ মহান স্রষ্টার মহাপ্রয়াণে। গভীর শ্রদ্ধা তাঁর প্রতি।
জিসান শা ইকরাম
হ্যা , অপূরণীয় ক্ষতি হলো এ মহান স্রষ্টার মহাপ্রয়াণে। গভীর শ্রদ্ধা তাঁর প্রতি।
আদিব আদ্নান
এই মহান শিল্পী তাঁর গানের মাঝেই অম্লান হয়ে থাকবেন ।
জিসান শা ইকরাম
তাঁর গান বেঁচে থাকবে আমাদের মাঝে ।
স্বপ্ন
শিল্পীর গাওয়া গানের মাঝে ‘ মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায় মনে হয় গানটি আমার সবচেয়ে বেশী ভালো লাগে। শিল্পী বেঁচে থাকবেন আমার হৃদয়ে যুগ যুগ ।
জিসান শা ইকরাম
হ্যা , ঐ গানটি শুনলে নিজকে বুঝতে পারা যায় ।
আমার স্বপ্ন ও মনের কথা
খুব খারাপ লেগেছে অনার জন্য। 🙁
অনার এই গানটা আমার অনেক পছন্দ ।
জিসান শা ইকরাম
আমারও
স্বপ্ন নীলা
কিছু মানুষের না ফেরার দেশে চলে যাওয়া কিছুতেই মানা যায় না,,,,,,,মান্না দে,,,প্রিয় শিল্পী তার মধ্যে অন্যতম,,,,,,,,,আমি ভাবতেই পারছি না তিনি আর নেই,,,,,,,,আর গান গাইবেন না,,,,,,,,,,কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই,,,,,,,,,,,,,,,,,,,,,,
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন স্বপ্ন নীলা । আমার ভাবনাতেও আসেনা তিনি আর গান গাইবেন না।
নাজনীন খলিল
অসাধারণ একটা কাজ করেছো জিসান।
অনেক অনেক অনেক ধন্যবাদ।
-{@ -{@ -{@