দৃশ্য থেকে দৃশ্যান্তরে যাতায়াত শুধু সময় মিশে যায় মহাকাল স্রোতে এভাবেই বদলে যায় দৃশ্যপট রূপান্তরের পালে দোলা দিয়ে যায় কিছু স্মৃতিভারাতুর দীর্ঘশ্বাস। কেউ জানেনা কোথায় পথের শেষ......... মনে পড়ে লেবু-গন্ধী উদাস-অলস দুপুরগুলো সৌরভে বিভোর রমণীয় প্রজাপতি মেলা লাল ফড়িংয়েরা বাতাসের গায়ে ডানা মেলে দিলে হাওয়ায় হাওয়ায় কেমন মদালসা সুরের কাঁপন বেজে যেতো থোকা থোকা রুধির-পুষ্পিত [ বিস্তারিত ]