বুঝলেন? আসলে দিনকাল বদলাইছে। কতটা বদলাইছে তার একটা ছোট্ট উদাহরন দেই। যেমন ধরেন …। না থাক ধরতে হবে না। বলা তো যায় না কে কোথা থেকে পুরা কথা শুনেই গলাটা চেপে ধরে বলে “খামোশ বেয়াদপ” । চাল নাই চুলা নাই আবার বড়বড় কথা? এই বড় বড় কথা থেকে মনে পড়লো কথা কিন্তু আসলে বড় হয় না বড় হয় কথার অর্থ। এই যে অর্থ, সেটাও কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন ধরেন অর্থ মানে মিনিং। মানে মানে, আর একটা অর্থ হলো গিয়ে টাকা পয়সা। টাকা পয়সা তে কিন্তু সব হয় না বুঝলেন সাথে কিন্তু পাওয়ার লাগে। কারেন্ট কিন্তু না। শক্তি শক্তি, প্রতাপ। আবার ভুল করে উত্তাপ ভেবে বসবেন না এটা সম্পূর্ণই প্রতাপ। আমারও ছিলো প্রতাপ, শক্তি। এখন দিনকাল বদলাইছে সবই অতীত। একনলা একটা বন্দুক ছিলো আমার। সেটার ভয় দেখিয়েই কত কার কাছে কত কিছু করিয়েছি। সেই বন্দুকের শক্তিতেই কত বাঘা বাঘারা একঘাটে কিংবা ঘটিতে জল খাইছে। সে সবই অতীত বুঝলেন?
এই যেমন সোনেলার কথাই ধরেন। কত যে বদলেছে। আগে বন্দুক দেখিয়ে কাওকে ব্লগে ডাকলেই দেখতাম ছেলে মেয়ে সব ব্লগার চলে আসতো। আড্ডা হতো জম্পেস, কিন্তু এখন? সেদিন একজন (ভাইয়া। নাম নিলে বন্দুক থাকবে না) কে বললাম ভাইয়া আসেন ব্লগে আড্ডা দেই। টপিক হবে “আমরা ফার্স্ট নাকি আপনারা সেকেন্ড?” উনি মিনমিনিয়ে কি যে বললেন কিছুই বুঝলাম না। তারপর থেকে একটা জিনিস বুঝলাম ছেলেরা বন্দুক ভয় পায় কিন্তু তারা অনেকই ভালো। ভালো কেনো বলছি? এই ঘটনার কদিন পর তিনি ম্যাসেজ করলেন “আচ্ছা সে দেওয়া যাবে আসো। কিন্তু টপিক হবে ”তোমরা হারবে নাকি আমরা জিতবো”। মানে উনি রাজি।
এবার এক প্রিয় আপুকে (নাম বললে গুলি থাকবে না) নক দিয়ে বললাম “আপু কতদিন ব্লগে আড্ডা দেই না, আসো আড্ডা দেই। টপিক হবে …। আপু বললো টপিক হবে “মাইর চিনস?”এবার আমিই মিনমিনিয়ে কি বললাম সেটা মনে নাই। আমি বললাম আপু থাক খুব খিদা লাগছে, যাই কিছু খেয়ে নেই। উনি এবার হুংকার দিয়ে বললেন “খামোশ পাপী” চলে যাবি মানে? হাত পা ভেঙ্গে ফেলে রাখবো। আমি মনে মনে বললাম, তুমি খুব পঁচা, তোমরা সবাই পঁচা। উনি আমার মনের কথা ধরে ফেললেন। বললেন “কত্তবড় সাহস তোর আমাদের পঁচা বলিস?” এখনই বল আমরা ভালো। আমি ততক্ষনাৎ দৌড়ে পালিয়ে এলাম। এখন হারা জিতা কিংবা ভালো মন্দ হিসাব বা বিবেচনার দায়িত্ব আপনাদের। আমি কিন্তু নাই।
আসল কথা হচ্ছে, আড্ডা দিতে আসলাম, কিন্তু নির্দিষ্ট টপিকস নাই। এইডা কিছু হইলো? টপিকস ছাড়াই না হয় আড্ডা দিলাম আজ 🙂
দিনকাল বদলাইছে না?
১১১টি মন্তব্য
প্রহেলিকা
আগে মিষ্টি খাওয়ান! পরে আড্ডামু
মেহেরী তাজ
ভাইয়া মিষ্টি খেলে ডায়াবেটিস হয় জানেন তো??
প্রহেলিকা
তিতা করলার দাম কম, মিষ্টি খেয়ে সাথে সাথে এক গ্লাস তিতা করলার জুস খেয়ে নিবনে!
কিপটামো ভালা না!
মেহেরী তাজ
ছিঃ ছিঃ কিপটামো কি জিনিস? এটাএ খাওয়া যায়? মনে তো হয় না…। আর হ্যা করলা খেলে রক্ত ভালো থাকে…
প্রহেলিকা
রাগে রক্তোমুখো লাল ইমো হবে!
মেহেরী তাজ
এই জন্যই ইমো নাই। হে হে হে।
যদিও সেই লাল লাল ইমো দেখতে মিষ্টির মত।।
মায়াবতী
প্রহেলিকা কি ভাইয়া না আপু? হায় লাহ!!! এ কোন দুনিয়ায় আইসা পড়লাম!!!
শুন্য শুন্যালয়
প্রহেলিকা, আগে আপনি মিষ্টি খাইয়ে বড় বড় কথা বলুন। কথা কিন্তু বড় হয়না, বড় হয় কথার মানে 😀
প্রহেলিকা
🤫🤫🤫
🤐🤐🤐
মেহেরী তাজ
ছেলে নাকি মেয়ে তাতে কি? ভাইয়া নাকি আপু তাতেই বা কি? জেন্ডার ইজ ফেইক অনলি আড্ডা ইজ রিয়েল। হিহি
প্রহেলিকা
আড্ডা পোষ্টে প্রথম কমেন্টটাই আমার🎖🎖🎖
জিসান শা ইকরাম
ভাবছিলাম আমি প্রথম হবো, পারলাম না।
প্রহেলিকা
তার মানে আপনি ভালো আড্ডাবাজ না! (প্রমাণিত)
জিসান শা ইকরাম
@প্রহেলিকা, বুড়ো হইছি না? দৌড়ে পারিনা 🙂
জিসান শা ইকরাম
@তাজ, সোনেলা পুর্নতা পাচ্ছে সবাইকে নিয়ে।
কেমন লাগছে তোমার?
মেহেরী তাজ
আপনার আর প্রথম হওয়া হইলো না। ব্যপার না পরের বার আগে আসবে …
মেহেরী তাজ
আমি নিজে ফিরেছি এটা ভেবেই খুশি লাগছে… সবায় কে পেলে আরো খুশি লাগবে
মেহেরী তাজ
এই জন্য কি নিজে নিজেই ৩ টা মেডেল নিয়ে নিলেন??
প্রহেলিকা
টপিক চেঞ্জের ফর্মুলা বেশ পুরানা! মিষ্টি খাওয়ান!
মেহেরী তাজ
আপনি কি মিষ্টি ভ্রম এ ভুগছেন নাকি? শুধুই মিষ্টি খেতে চাইছেন যে। নাকি শরই গাছের ভূত ঘাড়ে চেপেছে। শুনেছি ভূতেরাও নাকি মিষ্টি পছন্দ করে খুব।
প্রহেলিকা
খাওয়াইবেন না বুইঝা গেছি। থাউকগা
মেহেরী তাজ
কে বলেছে খাওয়াবো না ? খাওয়াতেই তো চাই কিন্তু আমার অনেক ভয় করে যদি আপনার ডায়াবেটিস হয়? তখন ?? 🤪🤪
জিসান শা ইকরাম
অনেক দিন পরে তাজিয় স্টাইলের লেখার দেখা পেলাম।
লেখার ধার আগের মতই আছে।
আড্ডা ভালো পাই 🙂
মেহেরী তাজ
শুনে ভালো লাগছে।।
আড্ডা ভালো হাওয়া ভালো।।
শুন্য শুন্যালয়
আপনারা ফার্স্ট হবার জন্য এমন গুতাগুতি করছেন কেন? এই ফার্স্ট কিন্তু ফার্স্ট ক্লাস না।
জিসান শা ইকরাম
ফার্স্ট আপনি হতে পারেন্নি তাই এমন বলছেন, আমরা সবাই তা বুঝি ম্যাডাম 🙂
শুন্য শুন্যালয়
যে ফার্স্ট হতে পারেনা, সেই-ই অন্যকে ফার্স্ট বানায়, এবার বলুন কার ক্রেডিট বেশি? 🙂 @জিসান শা ইকরাম
জিসান শা ইকরাম
একজনে বললো যে মাস্টার্সে ফাস্ট ক্লাস পেয়েছো তুমি, খাওয়াতে হবে আমার।
এটার কি কোনো যুক্তি আছে? আমি কেন খাওয়াবো?
প্রহেলিকা
মুরুব্বী বলে কথা! খাওয়ানো উচিত আপনারই!
জিসান শা ইকরাম
মুরুব্বী আমি একা নাকি? আরো কতজন আছে,
প্রহেলিকা
আপনাকে সাহসী বলে জানি। বাকীরা একটু ভয়ে ভয়ে থাকে, পেছনে পেছনে! দিন তারিখ ঠিক করে খাওয়াই ফেলেন!
জিসান শা ইকরাম
আমি আবার খুব বিনয়ী খুব। একা এই কৃতিত্ব নিতে চাই না 😉 @প্রহেলিকা।
মেহেরী তাজ
খাওয়া দাওয়া বিষয়ক মন্তব্য থেকে আমি অনেক দূরে… আপনাকে খাওয়াতে বলেছে? ঠিক আছে আমিও কিন্তু আছি । খাওয়ানোর সময় মনে রাখবেন।
জিসান শা ইকরাম
মন্তব্য থেকে দূরে? খাওয়া দাওয়া থেকে নয়?
ওরে বুদ্ধি রে😁
মেহেরী তাজ
হ্যা ঠিকই আছে ! আমরা রেডি আপনি কবে খাওয়াচ্ছেন বলুন।।
শুন্য শুন্যালয়
শোনেন তাজ ম্যাডাম, বন্দুক হাতে ডাকলে সবাই আসে এইটা কিন্তু প্রতাপ না, প্রতাপ হইলো অই যে আপনার আপুর ধমকেই দৌড়ে পালিয়েছেন অইটা। নইলে বন্দুক কি আমার নাই? কিন্তু হাত আর মুখের কথাই-ই কাজ হয়, বন্দুক লাগে কি কামে? 🙂
দিনকাল বদলাইলেও ঘুইরা ঘুইরা কিন্তু এক জায়গাতেই আসে। 🙂
মেহেরী তাজ
বুবুজান আসল কথা তো মনে করো বলা যাবে তাই বললাম। সে যাক হাত মুখের কথা আছেই কিন্তু বন্ধুক কিন্তু বোনাস। যাই বদলাক বুবু মন তো আর বদলায় নাই। ঘুরে ফিরে তো আসতেই হবে।
জিসান শা ইকরাম
ঝাতির বিবেকের কাছে প্রশ্ন- শুন্য আপনার প্রফাইলে এবাউট মির কি হইছে? হাসে খাইছে নাকি? 🙂
শুন্য শুন্যালয়
রাগাইয়েন না কইলাম। বেফাঁস কিছু কইয়া ফেলুম। হুহ।
ছাইরাছ হেলাল
১…আপনি কি ভুতে বিশ্বাস করেন? করলে কেন করেন?
২…..আপনার জানা মতে ভুত কতপ্রকার ও কী কী?
৩….. ভুতের আয়ুস্কাল সমন্ধে কী জানেন? ভুতের বয়ঃসন্ধি পেরুলে ভুতের কর্মকাণ্ডের কী কী শ্রীবৃদ্ধি হয়?
৪….. পিচ্চি ভুত বড় হলে কী ভুত হয়?
মেহেরী তাজ
১। ভূত বিশ্বাস করি না মানে? অবশ্যই করি । ১০০ ভাগ করি। কারণ আমি নিজে নিজেকে কিভাবে অবিশ্বাস করি। হিহি।
২। আমার জানা মতে ভূত সংখ্য প্রকার। তার মধ্যে উল্লেখ্য যোগ্য হলো “মনভূত”
৩। আয়ুস্কাল অবশ্যই জানি। প্রায় হাজার বছরের কাছাকাছি। মৃত্যু পূর্ববর্তী ও পরবর্তী সময় মিলে। মানুষের যেমন আক্কেলদাঁত উঠলে মানুষ বড় মানুষ হয় ভূতের ও তেমন একপ্রকার দাঁত ওঠে নাম “ভূতক্কেল দাঁত”। এই দাঁত উঠলেই তাদের ও কাজের শ্রীবৃদ্ধি হয়।
৪। নামের কোন চেঞ্জ হয় না । ভূত বড় হলেও তাদের নাম আগের মতই পিচ্চি ভূতই থাকে । যেমন আপনার নাম ছোট বেলায় ছিলো ছাইরাছ হেলাল এখন ও সেই আছে। ঠিক তেমনই।
ইঞ্জা
আপু, আসলেই কি এক নলা বন্দুক ছিলো ঐটা, আমি তো দেখেছি এয়ারগান, যা দিয়ে ছোট ছোট বেলুন ফুটানো যায়। 😜
মেহেরী তাজ
ভাইয়া একনলা বন্ধুকই ছিলো আপনি ভূল দেখেছেন… কিংবা আপনি দেখাতেই আমার বন্দুকটা এয়ারগান হয়ে গেছে। তাইলে তো আপনার চোখ অনেক পচা…।
ইঞ্জা
😮 আইচ্চা বুঝছি, তা সেই বন্দুক দিয়ে কখনো কারো মাথা ফাটিয়েছেন? (গুলি তো নাই, তাই ঐটা দিয়ে বাইরাইয়া….. 😜
মেহেরী তাজ
না না ছিঃ আমি কি এতো পচা? মাথা ফাটাবো? হুমকি ধুমকি দিয়ে ছেড়ে দিয়েছি। তবে মাঝে মাঝে মন তো চায় ফাটিয়েই দেই। যাই আমার একটা বন্দুক আছে এটা কিন্তু হাল্কা নিবেন না বলে দিচ্ছি…
ইঞ্জা
😂
আমি তো ভাই, আমার ডর নাই। ☺
মেহেরী তাজ
হে হে হে
আগে পানিশমেন্ট তারপর সম্বোধন, সম্পর্ক…
ইঞ্জা
বইনেরা পানিশমেন্ট দিলে ভাইরা খুশি মনেই গ্রহণ করে আপু, হে হে হে… 😂
তৌহিদ
এরকম আড্ডা মাঝেমধ্যে হলে মন্দ নয়। অফ টপিকে বলি আমি কিন্তু মিষ্টি খাইনা 😜
চেনা মানুষের কাছেভবন্দুক দেখে গুলি দেখে ভয় পাবার কি কিছু আছে? এখন সবাই ফাঁকা বুলি আওড়ায়।😜😜
পরে আসছি।
অভিনন্দন জানবেন তাজ।
শুন্য শুন্যালয়
আড্ডা আমরা মাঝেমাঝে নয়, রেগুলার বেসিস প্রতিমাসে দেবো ভাবছি। ভালো কিছু বিষয় সিলেক্ট করে আড্ডা দিলে শেখাও হবে কিছু। আইডিয়া বের করুন তৌহিদ।
তৌহিদ
প্রতিমাসে আয়না এবং আড্ডা দুটোই হবে? হলেতো ভালোই হবে। ☺
আড্ডার টপিকস যে কোন বিষয় হতে পারে, তবে সমসাময়িক বিষয় নিয়ে হলে মন্দ হয়না।
আর সবাই কি চায় দেখুন আগে। ভালো থাকবেন শুন্য শুন্যালয়।
মেহেরী তাজ
হ্যা আড্ডা হবে অফুরন্ত। যদি সবার ইচ্ছে থাকে তবেই।
আর মিষ্টি না খাওয়ায় ভালো। ব্লাডে সুগার ব্যালেন্সড থাকবে।
আসুন উই আর ইন দ্যা উয়েটিং লিস্ট… 😂
তৌহিদ
অফুরন্ত আড্ডা!! বিশ্বাস করেন আমি জীবনেও আড্ডা দেইনি, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও না। তবে মজা করেছি অনেক। দশজন মিলে কোথাও বসলে আমি সেখানে নীরব দর্শক। সবাই বলে, হাসাহাসি করে আর আমি চেয়ে দেখি।
আমার কি যে হবে!!
মেহেরী তাজ
আড্ডাতে বসাও তো আড্ডারই অংশ।
যা হবার তা তো হবেই…। দেখা যাক কি হয়।
মনির হোসেন মমি
বন্দুকের কতা কইলেন গাড়ূীর কতা কিন্তু কিছুই কইলেনা।গাড়ী কি বগড়া দিছেন?
শুন্য শুন্যালয়
অই গাড়িতো যদ্দুর জানি নিজেই বগড়া নিছিলো 🙂
মেহেরী তাজ
হুহ … আপনার এভাবে না বললে কি হইতো? টাকার টানাটানি যাচ্ছে জন্য না হয় একটু হেরফের করছি তাই বলে এমনে হাটে হাড়ি ভাঙবেন? বুজ্জি আপনি এখন কেমন শত্তুর হয়ে গেছেন…
মেহেরী তাজ
গাড়ি? ওটা তো আমি গিফটে পাইছিলাম ভাইয়া। শিষ্য দিয়েছিলো। বলছিলো ৬ মাস পরেই চেঞ্জ করে নতুন গাড়ি দিবে।গাড়ি দেওয়ার ভয়ে সে যে কই হারাইছে আল্লাহ জানে।
ছাইরাছ হেলাল
এখানকার অনুপস্থিতিতে আপনার লেখালেখি কোথায় শান দিয়েছেন।
ঠিকানা দিন।
শুন্য শুন্যালয়
যার যার শান দেবার জায়গাগুলো সিক্রেট রাখুন, কে, কার, কবে, কখন, কি চুরি করছে বোঝা যাবেনা, ঝানু চোরের পাল্লায় পড়লে।
ছাইরাছ হেলাল
আপনার সিক্রেট ডিকোড করতে বলছি-না।
মেহেরী তাজ
বুবু বলেছে এসব কিছু সিক্রেট রাখতে । কিন্তু তাও আপনি যখন এতো করে জানতে চাইছেন তখন চুপি চুপি বলি শুনুন ” সিক্রেট জাগয়ার নাম মুখে আনা নিষেধ” । 🤪
শুন্য শুন্যালয়
পাজির হাড্ডি @মেহেরী তাজ
ছাইরাছ হেলাল
বুবু আর আপনি দেখছি দুজনে দুজনার!!
মায়াবতী
এই আড্ডা কখন শুরু হলো!!!
শুন্য শুন্যালয়
বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে মায়াবতী আপু। ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিয়েছিলাম বৃহস্পতিবার রাত থেকে শুরু হবে বলে। আড্ডা পোস্ট কদিন রাখলে ভালো হয় আপু মতামত দিন? তাছাড়া ইন্টারেস্টিং কিছু টপিক্স ও বলুন যা নিয়ে আমরা পরবর্তী আড্ডা পোস্ট সাজাতে পারি। পোস্ট আপনাকেও দিতে হবে, অতএব প্রস্তুতি এখনই নিন।
মায়াবতী
সত্যি কথা বলতে আমি খুব অনিয়মিত হয়ে গিয়েছি ফেইসবুক এবং ব্লগে তাই অনেক কিছু ই খেই হারিয়ে ফেলেছি। আফা মনি এক খান কতা আছে আমার, এই গরীব রে পোস্ট দিতে কইয়েন না এখনি, ব্যাপক দৌড়ের উপর আছি ইট্টু জিড়ায় লই আগে *** আড্ডা পোস্ট আপনারা কি শুক্রবার পর্যন্ত রাখছেন নাকি শনিবার সকাল পর্যন্ত? আমার জন্য শনিবার সকাল পর্যন্ত থাকলে খুব ভালো হতো আপু #
শুন্য শুন্যালয়
পোস্ট দুদিনের বেশি রাখলে সবাই টায়ার্ড হয়ে যাবে। বৃহস্পতিবার রাত থেকে শুরু করে রবিবার দিবাগত পর্যন্ত রাখার ইচ্ছা। এবারের টা অবশ্য এলোমেলো হবে। দেখি সবাই কি বলে।
মেহেরী তাজ
সেই কখন শুরু হয়ে প্রায় শেষের দিকে। কোথায় ছিলেন আপু? কি মিস করেছি আপনাকে।
ইয়ে আপনি জানি কোন মায়াবতী?? 😜
মায়াবতী
আমার আগে ও আরো কত জন মায়াবতী ছিলেন তা তো আমি জানি না গো ডিয়ার ত্যাজ আপি! এই মায়াবতীর স্পেসিফিকেশন কি সে টা ও আমার জানা নেই তয় বড় বড় ব্লগার ভাই জান আপু মনি রা আমাকে স্নেহ করে 😉
মেহেরী তাজ
হেই হেই আই এম নট ত্যাজ। আই এম তাজ। দ্যা ক্রাউন। ব্লগে বড় বড় ভাইজান,আপুমনি কে? বাজরাংগি ভাইজান নাকি? নাম বলেন আমরাও তো একটু দেখি
শুন্য শুন্যালয়
তাজ মাইয়াডা তো বহুত বেদ্দপ! বড় বড় ভাইজান, আপু মনিরা কে কোথায় আছেন, তাজরে দেখা দ্যান। এরপর তোমার খবর আছে, সাথে তোমার বন্দুক আর গুল্লিরও।
ছাইরাছ হেলাল
@তাজ, আফনেরে-ই তো পিচ্চি/বড় ভুত-মনি বলেই জানি।
মেহেরী তাজ
আমি মোটেই বেদ্দপ নই। বড় ভাই,বোনদের একটু দেখতে চাইছিলাম । না দেখা দিলে নাই। 😧
মায়াবতী
আফা আফনে এখনো অনেক তাজা আছেন আলহামদুলিল্লাহ্ ***
মাহমুদ আল মেহেদী
আমার শরীরটা ভালা ছিলো না বলে উপস্থিত হতে পারিনি। এর জন্য ক্ষমা চাইছি।
মেহেরী তাজ
এ অপরাধ ক্ষমার যোগ্য বলে বিবেচিত হবে যদি পরের বার আপনি উপস্থিত থাকেন। তার আগে পর্যন্ত আপনি অপরাধী… 😜
মাহমুদ আল মেহেদী
আমি অপরাধী এটাই ঠিক আছে।
মায়াবতী
ভাই জান গো ভাই জান আফনে অপরাধী যে…. 🙂
ইঞ্জা
আপু এখন তো পড়ালেখা শেষ, আপনার লেখালেখি কখন শুরু করবেন, আপনাকে সোনেলা পরিবার মিস করছে।
মেহেরী তাজ
আহা এ আমি কি দেখছি? আমি তাহলে লিখিনি? কার পোষ্টে আড্ডা দিচ্ছি আমরা? ভাবতে হবে 🤨🤨
ইঞ্জা
আড্ডা তো সবাই দেয়, কিন্তু আপনার লেখা পড়তে চাই আমরা। 😆
সাবিনা ইয়াসমিন
আপনার নাম পিচ্চি ভুত কেনো ? এই নাম রাখার কারন কি ?
মেহেরী তাজ
আমি একটা পিচ্চি যে নিজেকে বড় ভাবতে মজা পায়। কিন্তু কাছের মানুষরা তা হতে দেয় না। আর ভূতেদের সাথে আমার ভালো যোগাযোগ আছে তাই দুই মিলিয়ে পিচ্চি ভূত। তবে এই নামকরনের পিছনের যাদের হাত তারা ভালো বলতে পারবে। আমি ঠিক জানি না।
সাবিনা ইয়াসমিন
ভুতদের সাথে যোগাযোগের কারনে নাকি আপনি আসলেই ভুত ? আমি ভুতকে ভয় পাই, ছোট বড় যেই সাইজেরই হোক।
পিচ্চি ভুত নামটা কিউট। ভুত হইলেও এই কিউট নামের জন্যে ভয় পাওয়া বাদ দিলাম।
ভালো থাকুন, শুভ কামনা-ভালোবাসা ❤❤
অপার্থিব
এই কাজে খুব একটা দক্ষ না, প্রক্সি এটেন্ডেন্স দিলাম।
মেহেরী তাজ
হাজিরা পুরস্কারের সময় আপনাকে মনে রাখা হবে।
মনির হোসেন মমি
ভবিষৎ পরিকল্পনা কি মাষ্টারী,চাকরী বাকরী নাহি হুদাই গৃহিনী? আপনার মতন আরেকজন আফা আছিল লীলাবতী।হেতি কৈ জানেন কি?
মেহেরী তাজ
আপাতত পরিকল্পনা, যা চলছে তাই চলবে। সময় মত দেখা যাবে…
লীলাবতীকে খোজা হচ্ছে। বলা যায় চিরুনি অভিযান চলছে। তাকে ধরার বা বের করে আনার জন্য উপযুক্ত টোপের ব্যবস্থা হচ্ছে। বের হয়ে আসবে আশা করি…
রিতু জাহান
এতো সুন্দর আয়োজনে আমি উপস্থিত হতে পারছি না। তোর খুব খুশির একটা দিন বা সময়। ভালো থাকিস সোনা সব সময়।
তোর ভাইয়ার শরীরটা ভালো না। ওকে নিয়ে কয়েকদিন ডাক্তারের চেম্বারে দৌড়াচ্ছি। সব মিলায়ে ভালো নেই রে।
আসব ব্লগে। সময় ও মনটা একটু স্থির হোক।
তোকে ব্লগে খুব মিস্ করেছি। তোর বন্দুক হাতে নেয়া ছবিটাও।
আদর রইলো তোর রেজাল্টের জন্য। তোর ভাইয়ার জন্য দোয়া করিস।
মেহেরী তাজ
নো সমস্যা ভাবীজান । সব ঠিক যাবে। তখন এসো। আমি কিন্তু ফিরেছি। ভেবোই না আর। আমিও তোমাদের মিস করেছি।
ধন্যবাদ ভাবীজান। ভাইয়াও ঠিক হয়ে যাবে একদম ইনশাআল্লাহ।
জিসান শা ইকরাম
আড্ডায় লীলাবতী, সজুরে মিস করি খুব।
আর কেউ কি মিস করে?
রিতু জাহান
আমি করি খুব। কিন্তু, ওরা আমাদের মিস্ করে না। তাই এতো ডাকি তবু আসে না আমাদের খোঁজ নিতে😔😔
জিসান শা ইকরাম
তোমার আয়নায় তো এসেছিল সজু। আবার নিখোজ হয়েছে।
মেহেরী তাজ
আমিও মিস করি। খুব খুব…
ব্লগার সজীব
আমিও মিস করি সবাইকে।
জিসান শা ইকরাম
এখন আর সজুরে মিস করিনা, না এলে মিস করি। সোনেলায় এলে মিস করবো কেন? সজুতো এসেছে 😉
ইঞ্জা
আমি লীলাপুকে খুব মিস করি, দ্বিতীয় জন কে ভাইজান?
নীরা সাদীয়া
ও তাজা, ও তাজা, কতদিন পর দেখলাম বইন। মিষ্টি কবে দিবা? হুম!
মেহেরী তাজ
দেখছো না ? খুশি হইছো না? তাহলে এবার বলি মিষ্টি বিষয়ক মন্তব্য উপরে আছে নীরা।
নীরা সাদীয়া
ঐসব উত্তর বাসি হয়ে গেছে। আবার দাও, গরম গরম।
সিকদার সাদ রহমান
আড্ডাইতে আইছিলাম, আইয়া দেহি আড্ডা শে! এ কেমন বিচার!
মেহেরী তাজ
ট্রেন ফেল করলে সময় মত গন্তব্যে পৌছাতে পারবেন না এটাই তো সঠিক বিচার। পরের বার সময় মত টিকিট কেটে ট্রেন ছাড়ার আগেই স্টেশনে পৌছে যাবেন।
আগুন রঙের শিমুল
কাইল্কা ঢাকায় আইতাছি, কেউ চা চু খাওয়াইবাইন?
মেহেরী তাজ
মিষ্টি বা খাওয়াদাওয়া সম্পর্কিত মন্তব্য বাতিল যোগ্য।
প্রহেলিকা
সেঞ্চুরি করলাম মন্তব্যে! ১০০তম মন্তব্য! 🎖🎖🎖
মেহেরী তাজ
অভিনন্দন আপনাকে… 🍀🍀
সিকদার সাদ রহমান
পরের বারের ট্রেনের সময় সূচী জানতে চাই! ঠিক টাইমে ট্রেনে চড়তে চাই!
মেহেরী তাজ
ফেবু পেইজে জানিয়ে দেওয়া হবে আশা করি। নজর রাখুন মিস করতে না চাইলে।
ধন্যবাদ।
ব্লগার সজীব
আড্ডাটা মিস করে ফেললাম ওস্তাদ। খারাপ লাগছে খুব। আপনি কি নিয়মিত হচ্ছেন সোনেলায়? সবার এক্টিভিটি দেখে মনে শান্তি পেলাম।
মেহেরী তাজ
সমস্যা নেই পরের বার চলে আসো শিষ্য সময় করে। আমি এখন নিয়মিতই । তুমিও আসো।