The lunchbox (মুভি রিভিউ) …

শুন্য শুন্যালয় ১২ জুন ২০১৪, বৃহস্পতিবার, ০১:১৭:৪১অপরাহ্ন মুভি রিভিউ ৬০ মন্তব্য

অসম কিন্তু স্বাভাবিক একটি সম্পর্ক, যদিও সম্পর্কের ব্যাপারে অসম বলে কোন কথা আছে বলে আমার মনে হয়না। ভুল করে ট্রেনে চেপে লাঞ্চবক্স চলে যায় একটি ভুল ঠিকানায়, আসলে হয়তো এটাই সঠিক ঠিকানা ।

এই মুভিটি নিয়ে লিখতে গেলে আমার লেখার শেষ হবেনা, প্রত্যেকটি সিকোয়েন্স অসাধারন।।

প্রথমে গল্পটির একটু সারমর্ম বলি…

সময়ে দুরত্বে সরে যাওয়া স্বামীর মনোযোগ ফিরে পাবার আশায়  নতুন রেসিপি রান্না করে পাঠায় ইলা, কিন্তু ডাব্বাওয়ালা ভুল করে লাঞ্চবক্স নিয়ে যায় আরেক অফিসে সাজান এর কাছে। সাজান একজন বিপত্নিক বয়সী পুরুষ, যার কাছে সে রান্না স্বর্গ তুল্য। কিন্তু রাতে স্বামী ফিরে আসার পরেই ইলা বুঝতে পারে লাঞ্চবক্স তার কাছে পৌঁছায়নি। পরদিন লাঞ্চের সাথে সে একটি চিঠি পাঠায় যাতে সে পুরোটা খাবার শেষ করার জন্য তাকে ধন্যবাদ জানায়, আর বলে আজকের খাবারটি তার হাজব্যান্ডের প্রিয় খাবার। উত্তরে সাজান কোন ধন্যবাদ না জানিয়ে  শুধু লেখে খাবার অনেক সল্টি। ইলা আর সাজান এর এভাবে চিঠি দেয়া নেয়া চলে, সাথে অনুভবের আদান প্রদান । দুজনের একসাথে দেখা করার কথা থাকলেও সাজান দেখা করেনা, কারন সে বুঝতে পারে বয়স তার অনেক পেড়িয়ে গেছে।। দূর থেকে ইলা কে দেখে তার মনে হয় ইলা অনেক সুন্দর এবং সে একদমই বেমানান বয়স্ক একজন পুরুষ।। ইলা আর সাজান শেষ পর্যন্ত একজন আরেকজনকে দেখবে কিনা, কিংবা দুজন দুজনকে খুজে বেড়াবে কিনা তা একটু মুভি টা ঘুরে দেখে আসলেই ভালো লাগবে মনে হয়। …

মুভিটির কয়েকটা পছন্দের সিকোয়েন্স বলি…

সাজান (ইরফান খান/ আমার অনেক পছন্দের একজন অভিনেতা), ইলার ইনাডাইরেক্ট কথায় সিগারেট ছাড়তে গিয়ে যেই কস্টটা ফুটিয়ে তোলে…

হাজব্যান্ডের অন্য মেয়ের সাথে এফেয়ার চলছে এটা জানার পর সে সাজান কে লেখে, সাহস ও হচ্ছেনা তাকে জিজ্ঞেস করি, আর যাবোই বা কোথায়… একটি মেয়ের অসহায়ত্ব প্রকাশ করেছে সুন্দর করে…

বাবার মৃত্যুর পর তার মা তাকে বলে তার বাবাকে যে কতোটা ঘৃনা করতো, এটা সত্যটা ইলাকে তার সিদ্ধান্ত নিতে সাহায্য করে…

সাজান চলে যাবার সময় ট্রেনে একজন অনেক বৃদ্ধ লোক কে দেখে, যার আঙ্গুল গুলো তখনও আনন্দে খেলা করে, সাজান তার ভুল বুঝতে পারে…বয়স কোন কিছুতে বাঁধা হয়না …

মুভিটির সবচেয়ে পছন্দের লাইন, মাঝে মাঝে ভুল ট্রেন ও নাকি কাওকে সঠিক জায়গায় পৌঁছে দেয়, দেখি কি হয়…  🙂

 

মুভিটির অনলাইন স্ট্রিমিং লিঙ্ক এখানে … 

starring:

Irrfan khan as saajan

Nimrat Kaur as Ila

Director: Ritesh Batra

বিঃদ্রঃ মুভি রিভিউ হইছে কিনা আমি কিন্তু জানিনা,  না হইলে সব দোষ ছাইরাছ ভাইয়ার… 🙂  

 

১০৪৭জন ১০৪৫জন
0 Shares

৬০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ