অসম কিন্তু স্বাভাবিক একটি সম্পর্ক, যদিও সম্পর্কের ব্যাপারে অসম বলে কোন কথা আছে বলে আমার মনে হয়না। ভুল করে ট্রেনে চেপে লাঞ্চবক্স চলে যায় একটি ভুল ঠিকানায়, আসলে হয়তো এটাই সঠিক ঠিকানা ।
এই মুভিটি নিয়ে লিখতে গেলে আমার লেখার শেষ হবেনা, প্রত্যেকটি সিকোয়েন্স অসাধারন।।
প্রথমে গল্পটির একটু সারমর্ম বলি…
সময়ে দুরত্বে সরে যাওয়া স্বামীর মনোযোগ ফিরে পাবার আশায় নতুন রেসিপি রান্না করে পাঠায় ইলা, কিন্তু ডাব্বাওয়ালা ভুল করে লাঞ্চবক্স নিয়ে যায় আরেক অফিসে সাজান এর কাছে। সাজান একজন বিপত্নিক বয়সী পুরুষ, যার কাছে সে রান্না স্বর্গ তুল্য। কিন্তু রাতে স্বামী ফিরে আসার পরেই ইলা বুঝতে পারে লাঞ্চবক্স তার কাছে পৌঁছায়নি। পরদিন লাঞ্চের সাথে সে একটি চিঠি পাঠায় যাতে সে পুরোটা খাবার শেষ করার জন্য তাকে ধন্যবাদ জানায়, আর বলে আজকের খাবারটি তার হাজব্যান্ডের প্রিয় খাবার। উত্তরে সাজান কোন ধন্যবাদ না জানিয়ে শুধু লেখে খাবার অনেক সল্টি। ইলা আর সাজান এর এভাবে চিঠি দেয়া নেয়া চলে, সাথে অনুভবের আদান প্রদান । দুজনের একসাথে দেখা করার কথা থাকলেও সাজান দেখা করেনা, কারন সে বুঝতে পারে বয়স তার অনেক পেড়িয়ে গেছে।। দূর থেকে ইলা কে দেখে তার মনে হয় ইলা অনেক সুন্দর এবং সে একদমই বেমানান বয়স্ক একজন পুরুষ।। ইলা আর সাজান শেষ পর্যন্ত একজন আরেকজনকে দেখবে কিনা, কিংবা দুজন দুজনকে খুজে বেড়াবে কিনা তা একটু মুভি টা ঘুরে দেখে আসলেই ভালো লাগবে মনে হয়। …
মুভিটির কয়েকটা পছন্দের সিকোয়েন্স বলি…
সাজান (ইরফান খান/ আমার অনেক পছন্দের একজন অভিনেতা), ইলার ইনাডাইরেক্ট কথায় সিগারেট ছাড়তে গিয়ে যেই কস্টটা ফুটিয়ে তোলে…
হাজব্যান্ডের অন্য মেয়ের সাথে এফেয়ার চলছে এটা জানার পর সে সাজান কে লেখে, সাহস ও হচ্ছেনা তাকে জিজ্ঞেস করি, আর যাবোই বা কোথায়… একটি মেয়ের অসহায়ত্ব প্রকাশ করেছে সুন্দর করে…
বাবার মৃত্যুর পর তার মা তাকে বলে তার বাবাকে যে কতোটা ঘৃনা করতো, এটা সত্যটা ইলাকে তার সিদ্ধান্ত নিতে সাহায্য করে…
সাজান চলে যাবার সময় ট্রেনে একজন অনেক বৃদ্ধ লোক কে দেখে, যার আঙ্গুল গুলো তখনও আনন্দে খেলা করে, সাজান তার ভুল বুঝতে পারে…বয়স কোন কিছুতে বাঁধা হয়না …
মুভিটির সবচেয়ে পছন্দের লাইন, মাঝে মাঝে ভুল ট্রেন ও নাকি কাওকে সঠিক জায়গায় পৌঁছে দেয়, দেখি কি হয়… 🙂
মুভিটির অনলাইন স্ট্রিমিং লিঙ্ক এখানে …
starring:
Irrfan khan as saajan
Nimrat Kaur as Ila
Director: Ritesh Batra
বিঃদ্রঃ মুভি রিভিউ হইছে কিনা আমি কিন্তু জানিনা, না হইলে সব দোষ ছাইরাছ ভাইয়ার… 🙂
৬০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সব প্রশংসাই লেখকের ।
যিনি সত্যিই মন দিয়ে ছবি দেখেন ।
শুন্য শুন্যালয়
এইটা লেখা না প্যাচাল হইছে, তবে যাই হোক আমরা আমরাই তো ।। 🙂
হিন্দি ভালো কোন মুভির জন্য আপনাকে বছর পাঁচেক অপেক্ষা করতে হবে 🙂
ছাইরাছ হেলাল
আমি হিন্দি ছবি দেখি না , বা দেখার কথা ভাবি না ,
কী মনে করে যেন ছবিটি দেখে ফেললাম । এক কথায় অসাধারন একটি ছবি ।
আপনাকে আর একটি ছবির কথা বলতেই হবে ।
অবশ্য আগে খুঁজে দেখতে হবে ।
শুন্য শুন্যালয়
সত্যিই অসাধারন একটি ছবি…
কোলকাতার বাঙলাতেও ভালো মুভি হয় অনেক, সময় পেলে দেখতে পারেন কিছু…
ছাইরাছ হেলাল
বাংলা ছবি কিন্তু আমি দেখি ,
আপনি দেখবেন ? অসাধারন কিছু ছবি হয়েছে এখন ।
শুন্য শুন্যালয়
নিশ্চয়ই ভাইয়া, বলুন… আমি বেশ কিছু দেখেছি, দেখি মিলে কিনা।।
ছাইরাছ হেলাল
হেমলক সোসাইটি , বিষয়টি ব্যক্তিগত এ দুটি দেখে ফেলুন ।
আরও আছে না দেখে বলতে পারব না ।
পরিচালক ঋতুপর্ণের সব ছবি ।
শুন্য শুন্যালয়
নাহ এদুটো দেখিনি… দেখে নেব.. থ্যাংক্স ভাইয়া ।
শুন্য শুন্যালয়
মুভির নাম “বিষয়টি ব্যক্তিগত” ?
ছাইরাছ হেলাল
হ্যাঁ , আমি পরে লিংক দিয়ে রাখব ।
ছাইরাছ হেলাল
আপনি goyner baksho দেখতে পারেন ।
আপনি ও কয়েকটির নাম বলে দিন ।
শুন্য শুন্যালয়
বেশ কয়েকটা দেখলাম তবে ভীষন ভালো লাগা টাইপ অবশ্য পাইনি ।
care of sir, ন হন্যতে ভালো লেগেছে। গয়নার বাক্স, ফালতু, মাছ মিষ্টি এন্ড মোর, বাইশে শ্রাবন, আরো কয়েকটা এখন মনে নেই ।। 🙂
ছাইরাছ হেলাল
নিচের দুটো আগে দেখুন ।
শুন্য শুন্যালয়
আচ্ছা ভাইয়া থ্যাংকস… ডাউনলোড নয়, স্ট্রিমিং থাকলে দিয়েন ।
ছাইরাছ হেলাল
সরি ভুল হয়েছে ।
Bakita Byaktigoto . খুব মজার ছবি ।
ছাইরাছ হেলাল
http://www.imdb.com/title/tt0360960/?ref_=fn_al_tt_1
Shadows of Time (2004)
এটিও দেখবেন ।
ছাইরাছ হেলাল
http://www.imdb.com/title/tt3119172/?ref_=fn_al_tt_1
Bakita Byaktigato (2013)
এটি আগে দেখুন ।
শুন্য শুন্যালয়
আচ্ছা সময় করে দেখে নেব।। থ্যাংকস… 🙂
ছাইরাছ হেলাল
দেখতে থাকুন ।
আমি ইপসিতা বলছি
এক কথায় অসাধারন ^_^
শুন্য শুন্যালয়
হুম মুভিটি সত্যিই অসাধারন… 🙂
মা মাটি দেশ
দারুন হয়েছে…………….।
শুন্য শুন্যালয়
কি লেখা? 🙂 মুভি দেখুন ওটাও ভালো লাগবে …
জিসান শা ইকরাম
ব্যস্ততার কারনে মুভি দেখার সময় করে উঠতে পারিনা ।
আপনার সুন্দর রিভিউ পড়ে বসে গেলাম মুভিটি দেখতে ।
” মাঝে মাঝে ভুল ট্রেন ও নাকি কাওকে সঠিক জায়গায় পৌঁছে দেয় ‘ — আমারো মনে দাগ কেটে গেলো ।
ধন্যবাদ এমন রিভিউ লেখার জন্য ।
শুন্য শুন্যালয়
আপনাকেও ধন্যবাদ ভাইয়া, এই যে রিভিউ পড়ে মুভি দেখতে বসে গেলেন। কেমন লাগলো তা জানতে পারলে আরো ভালো লাগবে।
ছাইরাছ হেলাল
এ ছবির মাধ্যমেই আমি প্রথম ডাব্বাওয়ালাদের সম্বন্ধে জানতে পারি ।
নিখুঁত ভাবেই তুলে ধরা হয়েছে । আমি ভুলেই যাচ্ছিলাম এটি মুভি , মনে হচ্ছিল ডকুমেন্টরি দেখছি ।
ছবি শেষ হয়েছে বেশ নাটকীয় ভাবে , যে যার মত করে ভাবতে থাকবে ।
আপনি নিয়মিত লিখলে অনেক সুন্দর করে লিখতে পারবেন । ছবির সঠিক জায়গায় আপনি চোখ রাখতে পারেন
সহজেই , এটি কিন্তু সহজ নয় ।
শুন্য শুন্যালয়
অনেক পুরনো হিন্দি মুভিতে কিছুটা দেখেছিলাম, তবে হ্যা এতো সুন্দর করে নয়, আসলেই ডকুমেন্টারির মতো লেগেছে। হেমলোক সোসাইটির গানগুলো আগে থেকেই প্রিয় ছিলো তাই ওটাই আগে দেখেছি, আর সময় করতে পারিনি। বাকিটা ব্যক্তিগত খানিকটা দেখেছি, অনেক মজার মনে হলো… my life is ha ha ha 😀
ছাইরাছ হেলাল
দেখুন দেখুন , ছেলেটির অভিনয় মন দিয়ে দেখুন ।
গ্রামের অনেক কিছু সুন্দর করে তুলে ধরেছে ।
ছাইরাছ হেলাল
লাইফের আবার কী হল ?
অর্ধেক বললে হবে না ।
শুন্য শুন্যালয়
আমার লাইফের কথা কইমু না :p লাইফ কি এটার উত্তর দিতে গিয়ে এক শ্রমিক টাইপের লোক বলে my life is ha ha ha … মনে ধরছে 🙂
ছাইরাছ হেলাল
সরি ,না বুঝে প্রশ্ন করে ফেলেছি ।
মনে পড়েছে মুভির ডায়লগটির কথা ।
শুন্য শুন্যালয়
সরি কেনো? 🙁 আমার কাছেও লাইফ সেরকম, হাসিটুকু যতোদিন আছে ততোটুকুই লাইফ। হেমলোক সোসাইটি, একটা অসাধারন ছবি। নতুন করে বাঁচতে ইচ্ছে করায় তাই না? আপনাকে আর কতো ধন্যবাদ যে দেব? নাহ আর দেবোনা।। শুভ কামনা ভাইয়া ।। ভালো থাকুন।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিতে হবে না ,
ছবি দেখতে থাকুন ।
এরপর কঠিন কঠিন ছবি দেখতে হবে কিন্তু ।
মশাই
ishh login hocche na re vai :Cry-Out:
জিসান শা ইকরাম
লগইন না হয়েও মন্তব্য করা যায় , এই প্রথম দেখলাম 🙂
শুন্য শুন্যালয়
আপনারা যোগসাজোসে মশাই এর এই সুবিধা করে দিয়েছেন, এটা কিন্তু ঠিক নয়। 🙁
ছাইরাছ হেলাল
ফিসস বুকে সমস্যা হলে আমাদের জানিয়ে দিবেন ।
শুন্য শুন্যালয়
ফিসস বুক কি জিনিস? 🙂
ছাইরাছ হেলাল
যেথায় সব আনন্দ জমে থাকে !
কম জানা থাকলে যা হয় আর কী !
শুন্য শুন্যালয়
কম জানা থাকলেই আনন্দ বেশি কিন্তু, আর কোথায় যে কার আনন্দ লুকিয়ে আছে তা যদি সে নিজেই জানতো 🙂
শুন্য শুন্যালয়
লগিন হতে না পারে কান্নাকাটি করে নাকি কেউ? আর কোথায় সেটা? বলেন ছুঃ মন্তর দিয়ে ঠিক করে দিচ্ছি 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
এত সহজ করে লেখা মুভি রিভিউ এই প্রথম পড়লাম । আপনাকে ধন্যবাদ একটি ভালো মুভি দেখার সুযোগ করে দেয়ার জন্য । অবশ্যই দেখবো ।
শুন্য শুন্যালয়
দেখুন ভালোই লাগবে মনেহয়। এতোদিন পর পর কোথা থেকে উদয় হন বলুন তো আপু ?
মশাই
Thik thik koichen shunyo afa. Ke je kothay anondo pay keu jane na. sohomot janaite ailam.
শুন্য শুন্যালয়
🙂
মশাই
থাক রিভিউ টিভিউ নিয়া দোষা-দোষীতে মারামারি করে কারো মাথা ফাটানোর দরকার নেই। ভালই হয়েছে অনেক ভালো হয়েছে সুপার হয়েছে। এবার খুশি?
যাইহোক মুভি দেখা হয়নি আসলে আমার এটা। এমন ভাবে বললাম যেন অনেক মুভি আমি দেখছি !না দেখিনি আমি তেমন কোনো মুভি।
****বাবার মৃত্যুর পর তার মা তাকে বলে তার বাবাকে যে কতোটা ঘৃনা করতো, এটা সত্যটা ইলাকে তার সিদ্ধান্ত নিতে সাহায্য করে…***
আমিতো দেখিনি আসলে মুভিটা তাই জানতে চাচ্ছিলাম কি সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলো তার বাবার প্রতি তার মায়ের ঘৃনা দেখে?
***মুভিটির সবচেয়ে পছন্দের লাইন, মাঝে মাঝে ভুল ট্রেন ও নাকি কাওকে সঠিক জায়গায় পৌঁছে দেয়, দেখি কি হয়… :)***
আমারও অনেক ভালো লাগলো লাইনটি অসাধারণ বলেছেন লেখক। কখনো কখনো অজ্ঞাত স্টেশন থেকে চড়া ট্রেনে সঠিক জায়গায় নিয়ে যায় আবার অনেক সময় কিন্তু সঠিক ট্রেন ধরে ভুল পথে চলে যায়। কিছুটা বাস্তব অভিজ্ঞতা আমার রয়েছে এই ক্ষেত্রে।
হেলাল ভাইয়ার সাথে একমত চালিয়ে যান মুভি রিভিউ।
শুন্য শুন্যালয়
আমাকে খুশি করানোর দরকার নাই, আমি এমনিতেই ম্যালা খুশি, এই দেখুন 😀
অপছন্দের একজন মানুষকে সারাজীবন ঘৃণা না করে, তার জীবন থেকে চলে যাওয়া টাই শ্রেয়. ইলাও সেই সিদ্ধান্তটা নেয়. সাজানের খোঁজে সে তার অফিসে চলে যায়.
মশাই
একটা ভুল হয়েছে আমি বলেছি আমার বাস্তব অভিজ্ঞতা আছে আসলে নাই এমনি টাইপিং এর সময় চলে আসছে। লাইনটা ক্রস করে পড়তে হবে.
শুন্য শুন্যালয়
লাইন ক্রস করার সিস্টেম নাই, অভিজ্ঞতা টা বলে ফেলুন চটপট. 🙂
মশাই
:Caveman:
শুন্য শুন্যালয়
আপনি প্রচন্ড মারমুখী লোক, ঢিল মারতে চান, এখন দেখি আবার ডান্ডাও ধরেছেন। ২০০ হাত দূরে থাকুন ।
ব্লগার সজীব
মুভিটি এবার দেখতেই হয় । আপনার রিভিউ পড়ে কাহিনী বুঝতে সহজ হবে আমার । হিন্দি তেমন একটা বুঝিনা আমি । ধন্যবাদ আপনাকে ।
শুন্য শুন্যালয়
হিন্দি না বোঝা লোকজন আজ খুবই বিরল, না বুঝলে বলবেন, তরজমা করে দেব। দেখে ফেলুন 🙂
ছাইরাছ হেলাল
নূতন লেখা কই ?
মশাই
নূতন লেখা খুঁজে পাই না কেন? দিয়ে দিন তাড়াতাড়ি।
শুন্য শুন্যালয়
কেনো কেউ বোঝেনা, আমাকে দিয়ে লেখাটেখা হবেনা 🙁
প্রত্যাবর্তন
আগ্রহজাগানিয়া রিভিউ।
শুন্য শুন্যালয়
সময় করে দেখে ফেলুন ভাইয়া, ভালোই লাগবে মনে হয়।
আদিব আদ্নান
আপনি মুভি নিয়েও লেখেন !
এই ছবিটি দেখতে হবে , মাঝে মাঝে কিছু ছবি দেখি আমিও ।
শুন্য শুন্যালয়
ভালো লাগবে মুভিটি, সময় করে দেখে ফেলুন। লিখলাম, মানে লেখার চেস্টা করলাম আর কি। সত্যি সত্যি লেখাগুলো পড়ছেন দেখে ভালো লাগছে কিন্তু 🙂