আমরা বাংলার মানুষ বাঙালিবেঁচে আছি কিন্তু হয়ে কাঙালি,আমাদের নেই অন্ন, নেই বস্ত্র, নেই নয়নে নিদ্রানেই কোনো মৌল বা মানব হিসেবে অধিকার। আছি বেঁচে মরা- আধ মরা হয়েস্বাধীন হয়ে আমাদের জীবন গেছে আবার,পরাধীনতার কালো অধ্যায়ে ছেয়ে। আমাদের করুন পরিণতির কথা জানেঐ বাংলার জারুল জামরুল আর দূর্বাঘাস,আরো জানে ঐ মুক্ত আকাশের বিস্তর জোনাকিরা। পঁচিশ তারিখের নির্মম জেনোসাইডবাংলার [বিস্তারিত]