বধির গুণী~ ডাল থেকে খসে পড়ার পর আমি শেষ আর্তনাদ করে উঠেছিলাম! মাটিতে নামার পর জেনেছি এখানে পোকাদের কান শ্রবণহীন...... ঊর্ধ্ব মুখি আওয়াজের প্রতিধ্বনি পৌঁছে গিয়েছিলো আকাশের কিনারায়। মেঘ তাকে আঁকরে নিয়েছে অলিখিত চুক্তিনামায়। বিধি মোতাবেক শাল সেগুনের সারির ভেতর থেকে খাড়া পাহাড়ের ছবি ছিলো আবছা। অথচ বেগুনি ফুলের রংয়ে চোখ ঝাপসা.... খসে পড়ার আগেও [ বিস্তারিত ]