সবুজে সবুজাভা নীলিমায় নীলাম্বরী রুপে অতুলনীয় হৃদয় জুড়ানো আনন। আমি মজি প্রেমালাপে সঙ্গী তুমি আপন মনে কানন আসিল ফুল তুমি রচিলে ভালোবাসার ফুল। ঝুম ঝুম বৃষ্টির ছন্দ তোমার মুখের কথায় আনন্দ শীতে লেপের আসক্ত একই চাদরে ভালোবাসার সঙ্গ। বৃষ্টির দানা গায়ে হানা উতলা মন উতলা তুমি লাজুক হাসি তোমায় ভালোবাসি মন মাতানো উজাড় ঋতি।