তোমার চুপি চুপি মৌণ অভিসার নিরব বার্তার জানান দেয় মনে হৃদাকাশে মেঘ জমেছে গাঢ় উষ্ণতার স্পর্শে ঝরে পড়বে অঝর ধারায়, এই বুকে ভালবাসার বৃষ্টি হয়ে । আমার নিবিড় স্পর্শে তুমি জেগে উঠতে চাও, প্রতিনিয়ত শিরায় উপশিরায়, রন্ধ্রে, ধমনীতে একাত্বতার অন্তমিলে । আমার সুবাসে বিকশিত হতে চাও গহীনের আরো গভীর গহীনে অনুভুতির উপলব্ধির জোয়ারে ।৷ [ বিস্তারিত ]