সেই দিন আকাশটা কেমন ছিল? পোড়া বারুদের গন্ধ ভেসেছিল আশপাশ? পৌষের প্রারম্ভে শিশিরে সিক্ত নয়, শহীদদের রক্তে ভেজা ছিল মেঠো পথের আল। প্রিয় হারা কান্না ভুলে গিয়ে বিজয়ের হাসি ফুটে ছিল চোখে, কত শিশু হারিয়েছিল পিতা কত নারী হারিয়েছিল সম্ভ্রম কত নারী হারিয়েছিল নাড়ি ছেঁড়া ধন। সকলে সব ভুলে গিয়ে কি সেদিন? গেয়েছিলে বিজয়ের [ বিস্তারিত ]