পূর্বপ্রকাশিতের পর সেদিন জ্বরের দরুণ কলেজে যায়নি কোরিয়া। পরীক্ষার বাকিমাত্র পনের দিন। কিছু জরুরি নোটের প্রয়োজনে কলেজে খুঁজে না পেয়ে কোরিয়ার বাড়িতে যাবার সিদ্ধান্ত নেয় কাকলী। এর আগেও দুয়েকবার ওদের বাড়িতে এসেছিল সে। কলেজছুটির পরই রওনা দেয় কাকলী। ওর বাসা কলেজের কাছাকাছি হলেও কোরিয়ার বাড়ি থেকে আধামাইল দূরে। বিকেলের পথ-ঘাট ফাঁকা-ফাঁকা, ছোট্ট শহরের রাস্তায় তেমন [ বিস্তারিত ]