দিনবদলের হাওয়ায় একদিন আমি বুড়িয়ে যাবো টানটান থাকা চামড়ায় ভাজ পড়বে চোখের দৃষ্টি ক্ষীণ থেকে ক্ষীণ হবে আসবে আমার যাওয়ার ডাক একটু একটু করে। শরীরের ভারে আমার মাথা হবে নত কুঁজো তাকে বরণ করে খুঁজবো যখন সম্বল তুমি বাড়িয়ে দিবে হয়তো এই লাঠি খানা এটা বলে অনেক হয়েছে, এবার একটু বিশ্রাম তো নিতে পারো। চোখে [ বিস্তারিত ]