--------- তিলোত্তমা নগরীর নিষিদ্ধ বাঁকে আজ আমি শব্দ ফেরিওয়ালা বিভাজিত গ্রামায়নের আলপথ বুকে কবি হতে চেয়েছিলাম অগোছাল নিউরন ধরতে পারেনি ভালবাসা ও আবেগের প্রভেদ আভিধানিক শব্দ বানিজ্যে ভরে ওঠেনি কামুক মন। বল কি চাই ? সলতে পোড়া রোমাঞ্চে লাজুক বধূর মৃন্ময় হাসি, শাণ বাঁধানো উঠোনের কোনে ঢেঁকি পেষা উন্মাদনা, সভ্য, অসভ্য বা আদিসভ্য ভালবাসার আধুনিক [ বিস্তারিত ]