ঘুম নাই চোখে; রাত ভর জেগে থাকি
তোমার আকালে শুঁকিয়ে গেছে পিরিতিমন
বিরহী হৃদয়ে ঝরে না আর পদ্ম সুবাস
সারা দেহে মন পোড়া গন্ধ ।
যন্ত্রণার শেষ সাদা কাফনের আস্তরণে
জীবিত মৃতের যন্ত্রণার শেষ সমাধি কোথায়
নিজেকে আর ভাবতে পারি না মানুষ
অন্তরে প্রেমের দাহতা; নির্বাক তুমি
আমার স্বপ্ন খোরাক তোমার দেহে ;
তোমার চোখে; তোমার নখে;
তোমার সুভাসিত অঙ্গে অঙ্গে
স্পর্শিত প্রেমের ঝর্ণা ঝরে মনের গভীরে
দুরে থাকার দুর্মর চিতার নিঃশেষ আমি
বিরহী হৃদয়ের যন্ত্রণার শেষ খেলাতে
দুঃস্বপ্নের দুয়ার ভেঙ্গে তুমি কি আসবে না
আমার আকালে শুঁকিয়ে যাওয়া মনে
প্রেম বর্ষণে শ্রাবণ-প্লাবণের মিলন ঘটাতে।।
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
একদিন সব ঠিক হয়ে যাবে আশাকরি —
কবিতা সুন্দর হয়েছে ।
আদিব আদ্নান
প্রথমত ফায়ার সার্ভিসের নম্বরটি স্মরণ রাখুন।
বর্ষা শেষে শীত এসেছে দ্বারে , আবার বর্ষা-ঝর্নার জন্য অপেক্ষা করতেই হচ্ছে ।
স্বপ্ন নীলা
কবিতাটি ভাল লেগেছে,,,,,,,,,,
খসড়া
তাকে আসতেই হবে কারন আপনার আকাল তার আকাল দুই আকাল একটি শক্তিশালী কাল তৈরি করছে। ভাল থাকুন।
নীলকন্ঠ জয়
সে আসবেই। ভালোবাসার মুগ্ধতা বলে তো কিছু আছে তাই না?
কবিতায় অনেক ভালো লাগা।
ছাইরাছ হেলাল
ও এ জন্যই ছবিতে এমন শুঁকনো শুঁকনো লাগে । আহারে ।
এমন সুন্দর করে লিখতে পারলে ভালই হত ।