তোমার আকালে

রকিব লিখন ৮ অক্টোবর ২০১৩, মঙ্গলবার, ১১:৫৮:২১অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

ঘুম নাই চোখে; রাত ভর জেগে থাকি
তোমার আকালে শুঁকিয়ে গেছে পিরিতিমন
বিরহী হৃদয়ে ঝরে না আর পদ্ম সুবাস
সারা দেহে মন পোড়া গন্ধ ।

যন্ত্রণার শেষ সাদা কাফনের আস্তরণে
জীবিত মৃতের যন্ত্রণার শেষ সমাধি কোথায়
নিজেকে আর ভাবতে পারি না মানুষ
অন্তরে প্রেমের দাহতা; নির্বাক তুমি

আমার স্বপ্ন খোরাক তোমার দেহে ;
তোমার চোখে; তোমার নখে;
তোমার সুভাসিত অঙ্গে অঙ্গে
স্পর্শিত প্রেমের ঝর্ণা ঝরে মনের গভীরে
দুরে থাকার দুর্মর চিতার নিঃশেষ আমি

বিরহী হৃদয়ের যন্ত্রণার শেষ খেলাতে
দুঃস্বপ্নের দুয়ার ভেঙ্গে তুমি কি আসবে না
আমার আকালে শুঁকিয়ে যাওয়া মনে
প্রেম বর্ষণে শ্রাবণ-প্লাবণের মিলন ঘটাতে।।

৫৬০জন ৫৬০জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ