একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার
বাকরূদ্ধ মন
অনাবাদি ভূমি
কর্ষিত বুকে এক ফোঁটা জল
যেন অনল
একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজজি শব্দ ভান্ডার
দুরন্ত স্মৃতি
অনাবাসনে ভাসে
শব্দের গোলাঘরে তালা
বুকের জমিন উষর
একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার
নীলগিরি থেকে হিমাচল
বিদীর্ণ মাটির বুকে
রক্তের পিরামিড
চোখে আসে
একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার
শ্বাশত জীবন
বন্দিবাসে
নিরাশার পথ
আলো বিমুখ
একটি কবিতার জন্য হন্যে হয়ে খুঁজছি শব্দ ভান্ডার
হৃদপিন্ডে অনল সূর্য
আগ্নেয়গিরির মতো
অপেক্ষায়
উদগীরনের………..
৮টি মন্তব্য
আবু জাকারিয়া
খুব সুন্দর।
রকিব লিখন
ধন্যবাদ অবিরত………. -{@
খসড়া
হচ্ছে তো , পেয়েছেন ও অনেক শব্দ।
রকিব লিখন
পেয়েছি তবে মন ভরে নাই।। দেশমাতাকে সাজাতে আরও শব্দের বুণন চাই।। ধন্যবাদ আপনাকে অবিরত……
নুসরাত মৌরিন
খুব ভাল হয়েছে তো…।এত শব্দের পরও আরো শব্দ চাইছেন? 😀
রকিব লিখন
আমি আরও শব্দ চাই প্রাণের মাঝে অভ্যন্তরে
ব্যথা কিংবা দহনে হৃদয় সাজাতে কাব্যের বিন্যাসে।।
কবিতায় কমেন্ট করার জন্য ধন্যবাদ।। -{@ (y)
সীমান্ত উন্মাদ
শব্দ ভান্ডার সমৃদ্ধ কবিতায় অনেক অনেক ভালোলাগা রেখে গেলাম
রকিব লিখন
প্রতিশোধের জন্য বুককে করেছি অনল সূর্য।। দোয়া করবেন আরও সমৃদ্ধ কবিতা লিখতে পারি।। ধন্যবাদ আপনাকে………… -{@ (y) \|/