কাঠুরিয়া; কাঠ না কেটে আমার ছায়া কাটো
ছায়াতেই এখন বড় ভয় ।
দ্বৈরথ জীবনের বোবা কান্না
নষ্ট সময়ের চাকায় হবো আর কত রুদ্ধ
অনুভূতির অনুভূমে নির্বাক চিত্র
কবে হবে সবাক।
আমি তো বাঁচার আনন্দ চাই না
জীবনের জন্য চাই কিছু আনন্দ
স্বাভাবিক মৃত্যুর অমৃত ঘ্রাণ।।
৯টি মন্তব্য
মৌনতা রিতু
আমি আমার ছায়া সংগী। ছায়াতেই বেঁচে থাকি।
যে ছায়া আমায় মাড়িয়ে যায় দলে যায় সব, আজ কাঠুরে কেটে দিক সে সব ছায়া সম।
কবিতায় ভাল লাগা রেখে গেলাম।
রকিব লিখন
অত্যন্ত খুশি হলাম জেনে।। অবিরত ভালবাসা নিবেন।। (3 -{@ (y)
নীলাঞ্জনা নীলা
বহুদিন পর লেখা নিয়ে এলেন। এবং কবিতা লিখেছেনও অনেক দারুণ।
নিজের ছায়াকে কেটে ফেললে কি বিশুদ্ধতার সন্ধান পাওয়া যাবে?
নতূন বছরের শুভেচ্ছা।
রকিব লিখন
আমাকে মনে রাখার জন্য অন্তর থেকে ধন্যবাদ।।
নিজের ছায়া কাটার পক্ষপাতী আমিও না।। কিন্তু সময় যখন লিখতে বাধ্য করে তখন তো আর না লিখে পারা যায় না।। মানুষ হয়ে জন্ম নিয়ে শুধু সীমাবদ্ধতার শিকল পড়েছি।। সত্য ও সুন্দরের কাছে আমরা পৌঁছে পারি না।। সত্য উচ্চারণ এখন বধের সামিল।। অনেকগুলো বছর জীবনের পার করলাম কিন্তু জীবনের পরিব্যক্তি বা তাৎপর্য কিছুই বুঝতে পারলাম না।। সেই খেদ থেকেই এই লেখা।।
আবারও আন্তরিক ধন্যবাদ।। -{@
নীলাঞ্জনা নীলা
আপনার কবিতাটি খুবই ভালো হয়েছে।
নিহারীকা জান্নাত
কঠিন কবিতা 🙂
রকিব লিখন
কঠিন নয় আপু। মরাল খুব সহজ।। একটু ভাবতে হয় এইটুকু।। আধুনিক মানুষ ভাবতে পছন্দ করে।। তাই একটু আড়াল করা।।
ধন্যবাদ অন্তর থেকে।। -{@
নিহারীকা জান্নাত
এরপর থেকে আরো গভীরভাবে বুঝার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবদ রকিব ভাই সোনেলায় আবারো আপনাকে দেখে আমি আনন্দিত।আপনার কবিতার কথা আর কি বলব প্রত্যেকটি কবিতার মতোই এই কবিতাটিও একটি বিশেষ দিক নির্দেশনা দিল।
দ্বৈরথ জীবনের বোবা কান্না
নষ্ট সময়ের চাকায় হবো আর কত রুদ্ধ
অনুভূতির অনুভূমে নির্বাক চিত্র
কবে হবে সবাক।
সেই অপেক্ষায় আছি -{@