**অর্থহীন স্বপ্ন**

মানিক পাগলা ৯ অক্টোবর ২০১৩, বুধবার, ০২:০৯:৩৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

শাণিত ছুড়ির ডগায়
জীবন ধরে
ভালবাসার বাণী অর্থহীন।

দু’মুঠো খেয়ে পড়ে
বেঁচে থাকায় যখন অহেতুক স্পর্ধা
তোমার মুখের মিষ্টি কথাও
তখন স্বপ্ন হীন।

৬০৫জন ৬০৫জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ