প্রদীপ

মানিক পাগলা ৩১ আগস্ট ২০১৪, রবিবার, ০৭:০১:৪৪পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

একটা বিকেল শুধু চেয়েছি
তোমার কাছে,
যে বিকেলের রোদে
আমার ছায়া পরবে দীঘির জলে।

একটা প্রদীপ শুধু চেয়েছি
তোমার কাছে,
আঁধারে খুজবো তোমায়
সে প্রদীপ জ্বেলে।

৭০৭জন ৭০৭জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ