কাক ও খঞ্জন পাখির গল্প

মানিক পাগলা ১ সেপ্টেম্বর ২০১৪, সোমবার, ০৭:৩২:২৬অপরাহ্ন গল্প ১৪ মন্তব্য

গল্পটা আমার বাবার কাছে শোনা।

“খঞ্জন পাখি খুব ভাল নাচতে পারে। তাই দেখে কাকের ইচ্ছা হল নাচ শিখার। বেচার কাক গেল নাচের উস্তাদের কাছে নাচ শিখতে। এক সপ্তাহ নাচের প্রশিক্ষন নেওয়ার পর যে ঘটনা ঘটলো তার জন্য কাক মোটেও প্রস্তুত ছিল না। এই এক সপ্তাহের প্রশিক্ষনে কাক নাচ শিখতে পারে নাই। উস্তাদ বলে দিলেন যে তোমার দ্বারা নাচ সম্ভব না। তো কাক খুব কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা দিল। ঠিক তখনই ঘটল বিপত্তি। কাক আর আগের মত হাটতে পারে না। নাচের প্রশিক্ষন নিতে গিয়ে এখন স্বাভাবিক হাটাও ভুলে গেছে। বেচারা কাক এখন নাচতেও পারে না, হাটতেও পারে না। শুধু লাফায়।”

 

মোরালঃ নিজের মত করে বুঝে নেন। আর যদি কেউ না বুঝেন তাহলে বুঝে নিয়েন আপনাকে দিয়ে কিচ্ছু হবে না।

১জন ১জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ