ছদ্দবেশেও মানুষ আমি
স্ব-বেশেও মানুষ
বাঘের মুখোশে ভয় দেখালেও
আমি মানুষ
কবি হয়ে কবিতা লিখলেও
আমি মানুষ
পথিক হয়ে পথ চলেও আমি মানুষ
আনন্দের আতিশয্যেও আমি মানুষ
কষ্টের বোঝা কাঁধে নিয়েও
আমি মানুষ
আমি মানুষ
চিৎকার করে বললেও আমি মানুষ
না বললেও আমি মানুষ
সন্ধ্যে বেলায় ঘরে ফিরলেও আমি মানুষ
রাত্রি দ্বি-প্রহরে পথে পথে ঘুরলেও
আমি মানুষ
ছন্ন ছাড়া ভবঘুরে জীবনেও আমি মানুষ
সংসার সাগরে দুঃখ ভেলা বয়েও
আমি মানুষ
শত মানুষের ভীড়ে মিশে থেকেও
আমি মানুষ
তবুও –
মানুষ হওয়ার ব্যাকুলতায় আমি মানুষ
চিৎকার করে বললেও আমি মানুষ
না বললেও আমি মানুষ
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তবুও –
মানুষ হওয়ার ব্যাকুলতায় আমি মানুষ
চিৎকার করে বললেও আমি মানুষ
না বললেও আমি মানুষ
হুম !
মানিক পাগলা
হুম 🙂
স্বপ্ন নীলা
অসাধারণ একটি কবিতা — কবিতাকে সাজিয়েছেন মনের মাধুরী দিয়ে —
মানিক পাগলা
ধন্যবাদ স্বপ্ন নীলা
খসড়া
তবুও মানুষ হও।
মানিক পাগলা
দোয়া করেন ভাই, যেন মানুষ হতে পারি
কৃন্তনিকা
(y)
মানিক পাগলা
মানিক পাগলা
🙂
অলিভার
এত কিছুর পরেও মানুষ হয়ে উঠার প্রচেষ্টা আমাদের অবিরাম। কেউ কেউ হয়তো ছিটকে অমানুষ হয়ে যাচ্ছে। তবুও মানুষ হয়ে উঠার লোভ কেউ মন থেকে ছেড়ে দিতে পারে না।
কবিতার জন্যে ভালোলাগা 🙂
মানিক পাগলা
হুম সবার অবিরাম প্রচেষ্টা মানুষ হওয়ার। তারপরও মনে সমাজে অমানুষের সংখ্যাই বেশী।
ধন্যবাদ অলিভার 🙂