হে আকাশ ! অনন্ত নক্ষত্রবীথি সারারাত আমি দেখি ক্লান্তি নিয়ে তোমাদের ; ছড়ানো ছিটানো তারাদের .. ধোঁয়া ধোঁয়া জোছনা ; আলোকবর্ষ দূরের গ্রহগুলো শুধু আনন্দময় নিশি যাপনের জন্য । যেদিন নিঠোল অন্ধকারে চলে যাবো একা ' একাকী গভীর জিজ্ঞাসার স্বাদ নিয়ে .. সেদিন যেন কালবৈশাখী হয় আমারই জন্য .. প্রিন্স মাহমুদ । ( [ বিস্তারিত ]