মন ভাল নেই(আংশিক)০৩

মনির হোসেন মমি ১২ ডিসেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৬:০০:২৬অপরাহ্ন কবিতা, সমসাময়িক ৩ মন্তব্য

মন ভাল ছিল না

মনের জানালায় ভীড় করেছিল,

জোৎস্না ভরা চাদেঁ একরাশ কালো কুৎসিত মেঘ,

প্রচন্ড দেশপ্রেমের বজ্রপাতে উদিত হল ভোরের আলো।

মন ভাল থাকে না

যখন দেখি হায়নারা উল্লাসে ,

পতাকাবাহী পাজারোতে পবিত্র সংসদে,

আর মুক্তিযোদ্ধা ক্ষুধার তারনায় ভিক্ষার থালা হাতে।

মন ভাল ছিলনা

যখন দেখি দেশপ্রেম মার খায় পদে পদে,

রাজাকার গুড়ে বেড়ায় বাংলার রাজপথে সমান তালে,

ভাবিয়া কুল নাহি পাই “এ কি আমাদের সোনার বাংলাদেশ?”।

মন ভাল নেই

যখনই দেখি বাংলার আর এক বীর সন্তান,

বিম্পি আশ্রয়ে,কুলাঙ্গার আলবদর,শামস,রাজাকার,

ভাবি তখন, একি রক্তের “প্রথম বাংলাদেশ আর শেষ বাংলাদেশ”?।

ন ভাল নেই

মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে চলে রক্ত,আর লাশের আন্দোলন,

সুযোগে বিদেশী দাতা দিতে চায় হানা,

স্বাধীন সার্বোভৌমত্ত্ব

বাংলার মসনদের ভোটে।

মন ভাল  ছিল না

সময় যে যায় বয়ে,হয়নি সুরাহা রায়ের কার্যকারীতা,

শাসকের শোষনে জনতা দিশেহারা,রায়েটের পথে,

হবে এবার জবাই কসাই,সংকেত দিবে ছাড়তে হবে বাংলা ।

মন ভাল নেই

তবুও ভালো এই ভেবে,রাজাকারের বংশ

হবে এবার ধ্বংস,

যায় যদি প্রান যাক না,

ফিরব না ঘরে আর হায়নার মুন্ডুকে হাতে নিয়ে।

ন ভাল নেই

তবু থাকি আশায় কখন উঠিবে নতুন সূর্য্য

আমজনতার হৃদয়ে কখন জাগবে সর্বস্হরে দেশাত্ত্ববোধ,

হবে এক কাতারে,তুলবে ঐক্যতার সুর

ধর্ম যার যার

বাংলাদেশ সবার।

 

 

 

 

 

 

 

৫১৩জন ৫১৩জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ