কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে থরে থরে তাই ওটা খেলে গলা ধরে কিন্তু এটা দাদু বোঝে না তিনি বলেন, ওরে! যারা কাইজা করে শুধু তাদেরই গলা ধরে। ইদানীং আমার ঘুম হয় না কারণ আমার মাঝে ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের এমাইনো এসিডের অভাব আছে, যার ফলে সেরোটোনিন নামক নিউরোট্রান্সমিটার হ্রাস পেয়েছে কিন্তু এটা দাদু বোঝে না। তিনি [
বিস্তারিত ]