পূর্ণতা

বোকা মানুষ ২৪ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ১০:০০:০৪পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১০ মন্তব্য

রাত্তিরের মন ভাল নেই।

অসহ্য কাতরতায় শুন্যতা

ধুকপুক করে ক্লান্ত খাঁচায়।

 

নিরব বেহালায় বেজে চলে

অনন্তে বিলীন হবার সুখ।

 

হাতের মুঠোয় ধাতব খুনি

উচ্চারন করে অমরত্বের বীজমন্ত্র।

শুন্যতাই পূর্ণতার সমার্থক হতে থাকে।

৬০১জন ৬০০জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ