কিছু পুরোনো অভ্যাস এখনো টানে ... গভীর রাতে যেমন সবচেয়ে আপন লাগে আমার পনের বছরের পুরোনো চায়ের কাপ, কিনারে কিনারে তার এখনো কত চাপা হাসি, স্বপ্ন, টানাপোড়েন । কত নিরব দীর্ঘশ্বাসের কাহিনী বুকে চেপে দিব্যি উষ্ণতা ধরে রাখে ঠোঁটে ! স্বপ্নের অলিগলি খুব ঘিঞ্জি লাগে আজকাল, পাশকাটিয়ে চলে যাই । নিঃশব্দে ... শুধু জেগে থাকে [
বিস্তারিত ]