সুখ পাখি সুখ খুঁজে আপন মনে
চারিদিকে ছুটে বেড়ায় সুখের সন্ধানে
যেখানেই খুঁজে পায় সুখের নীড়
বুকে তার জেগে উঠে আশার তীর
পরকে করে নেয় মুহূর্তেই আপন
সর্বস্ব করে ত্যাগ রক্ষার্থে মন
মজে থাকে কিছুদিন সেই সুখের ছলে
নিজের অস্তিত্বকে যায় সে ভুলে
বিধাতার এ যেন আজব খেলা
সুখের সন্ধানে সে আবার ভাসায় ভেলা
ফিরে আসে সে আবার আপন নীড়ে
বের হয় আর্তনাদ তার বুক চিরে
প্রকৃত সুখ দেখি এখানেই আছে
তাহলে ছুটলাম কোন সুখের পিছে?
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্ সুন্দর লিখছেন ।
প্রকৃত সুখ আমরা ঠিক সময়ে বুঝতে পারি না ।
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ ভাই 🙂 (y) -{@
প্রহেলিকা
সুখ! সুখ! সুখ!
সুখের আরতিতে কাতর সুখ পাখি,
দুঃখ পাখিটি পেয়ে হাতে বাঁধে রাখী,
উড়ে চলে যুগল অন্তহীন আকাশে,
দুঃখ ঝাড়ে সন্তর্পণে উত্তাল বাতাসে।
কয়েকটি লাইনে ছন্দের মিল খুঁজে পেলেও সবগুলোতে কিন্তু পেলাম না কবি। অন্তমিলের কাব্যটি অসাধারণ হয়েছে। আমার ভালো লেগেছে অনেক। আপনার কবিতা আগে আরো একটি পড়েছি, বাকিগুলো কখন দিবেন ???জলদি ! অপেক্ষা আর ভাল লাগে না ভাই।
শেষ লাইনে দাড়ি “।” এর বদলে প্রশ্নবোধক চিহ্ন “?” দিন ভাইয়া।
শুভেচ্ছা জানবেন। শুভ কামনা রইল। -{@
ব্লগার রাজু
ওয়াও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অন্য ৬ টা ব্লগে কবিতা দিয়েছি, কিন্তু কেউ পড়ে নি বা মন্তব্য করে নি। কিন্তু এই ব্লগে আমি আমার কবিতার যথার্থ মর্যাদা পেলাম। আর অনেক ধন্যবাদ ভুল টা ধরিয়ে দেয়ার জন্য ভাইয়া। নেক্সট কবিতা এখনি পোস্ট করছি (3 -{@ (y) :T
খসড়া
সুখ পাখি তুই রইলি খাঁচায় বন্দি
আমি তো করেছি দুঃখের সাথে সন্ধি।
ব্লগার রাজু
ওয়াও সুন্দর লাইন লিখেছেন -{@ (y) 🙂
শুন্য শুন্যালয়
সত্য কিছু উপলব্ধি …ভালো লাগলো ..
প্রকৃত সুখ আসলেই যে কোথায়?
ব্লগার রাজু
প্রকৃত সুখ সোনার হরিণের মত ! 🙁
রিমি রুম্মান
হুম… নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ঐ পাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস ! (y)
ব্লগার রাজু
একদম তাই, ধন্যবাদ আপু 🙂 (y)
স্বপ্ন নীলা
মানুষ সুখের পিছনেই ছোটে — বেশিরভাগে ক্ষেতেই সুখ ধরা দেয় না ——–বাস্তব বড়ই কঠিন
সুন্দর হয়েছে কবিতাখানি
শুভকামনা
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ 🙂 -{@
হতভাগ্য কবি
সুখের পাখির রোস্ট খেতে খুব ইচ্ছে করে। অবশ্যই কবিতায় ভালোলাগা।
ব্লগার রাজু
হাহাহা অনেক মজা পেলাম ভাই 😀 :D) \|/
জিসান শা ইকরাম
সুন্দর।
ব্লগার রাজু
থ্যাংকস ভাইয়া (3
অয়োময় অবান্তর
সুন্দর লেখেছেন। সুখ পাখি সুখে থাকুক।
মোঃ মজিবর রহমান
সুখের সন্ধানে দিলাম পাড়ি
সুখ বলে তোমার সাথে আড়ি।
ভাল লাগলো।