তুমি আমার স্বপ্নের মেঘ থেকে পড়া বৃষ্টি
বিধাতা তোমায় করেছে আমার জন্য সৃষ্টি
তুমি আমার আঁধার রাতের পথ চলার আলো
তাই তোমার সাথে পথ চলতে লাগে বড় ভালো
আকাশ যখন কালো মেঘে অন্ধকার হয়
সেই কালো মেঘ দেখে লাগে নাকো ভয়
মনে হয় মেঘ থেকে পড়বে আমার বৃষ্টি
তাই বৃষ্টির দিনে মন আমার উজাড় করে দিচ্ছি
কোকিলের কণ্ঠের মত মিষ্টি তোমার কথা
সেই মুখের কথা শুনলে কেটে যায় সব ব্যাথা
পূর্ণিমার চাঁদের মত দেখতে তোমার মুখ
সেই মুখের কথা শুনলে কেটে যায় সব দুঃখ
কবিতার শেষে লিখতে চাই একটি কথা
তোমার আমার ভালবাসা একটি সু্তোয় গাঁথা
এটা আমার লিখা প্রথম কবিতা
১৪টি মন্তব্য
রিমি রুম্মান
প্রথম লিখা কবিতা… কথায় ছন্দে দারুন অনুভুতি ! শুভকামনা।
ব্লগার রাজু
আপু অনেক ধন্যবাদ আপনাকে 🙂
মা মাটি দেশ
কবিতাও বেশ পারদর্শী খুব মনে পড়ে গেল বৃষ্টির দিনের রোমান্টিজম ।
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ ভাইয়া -{@
লীলাবতী
প্রথম কবিতাই এত সুন্দর -{@
ব্লগার রাজু
আপু অনেক ধন্যবাদ, এটা ক্লাস নাইন এ থাকতে লিখেছিলাম 🙂
শুন্য শুন্যালয়
খুব সুন্দর কবিতা, দুঃখের কবিতা পড়তে পড়তে দুঃখিত হয়ে গেছি 🙂
অনেক ধন্যবাদ আপনাকে ।।
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ আপনাকেও (y) -{@ 🙂
প্রহেলিকা
সুন্দর লিখেছেন ভাল হয়েছে অনেক ভালো। শুভেচ্ছা জানবেন।
তোমাই>>তোমায়
তমার>>তোমার
পূণিমার>>পূর্ণিমার
ভাল থাকুন। পড়ার অপেক্ষায় রইলাম।
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ ভাইয়া (3
জিসান শা ইকরাম
রাজুর অল রাউন্ড পারফর্মেন্স এ মুগ্ধ হলাম।
ব্লগার রাজু
ধন্যবাদ জিসান ভাইয়া -{@
মানিক পাগলা
-{@
ব্লগার রাজু
থ্যাংকস ভাইয়া 🙂