মিথ্যে আলো

মানিক পাগলা ২৯ মার্চ ২০১৪, শনিবার, ০২:৩২:০৪পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

একদিন-
অনন্ত নক্ষত্র আকাশ
আর সূর্য সীমানা পেরিয়ে
শৃংখলার শিকল ভেঙ্গে
আরো কাছে এসেছিলাম।

ভরা পূর্ণিমায়-
আকাশ ভরা মিথ্যে আলোর
রূপালী আভায়
একটু সুসময় চেয়েছিলাম।

আমার ভাল থাকার
পুরোটা প্রহর জুড়ে
একটু সুসময় চেয়েছিলাম
তোমায় মিথ্যে বলে।

৫৪৮জন ৫৪৮জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ