স্রষ্টার মুখোমুখি কিছু টা সময় অবিশ্বাসী আমি, বলি_ আমি তোমায় বিশ্বাস করিনা, হেয়ালি পূর্ণ উত্তর ভেসে আসে- আমার কিছু যায় আসেনা। ক্রুধ্য আমার চিৎকারে তার কালো সন্ধ্যার- বিধ্বস্ত পাল ছিড়ে যায়, -আমার কিছু যায় আসেনা!- বাতাসে ভেসে বেড়ায় মৃত লাশের গন্ধ, শ্রমিকের কাতর ধনীতে; সু-উচ্চ দালান। নগর নামের রাজপ্রাসাদ গুলোতে কিছু স্রষ্টার সংঘবদ্ধ বসবাস । [ বিস্তারিত ]