আঁধারের সলতে উস্কে দিয়ে তুমি চলে গেছো আলোর খোঁজে সিলেবাসহীন জীবনে সঠিক পথের দিশা না পাওয়ায় আঁধারের দিকেই মুখ ফিরে চলতে থাকি তাই দেখে মধ্যরাতের মাতাল আমাকে শেখাতে আসে ভরা পূর্ণিমার মানে। মাতালের দোষ খুঁজে পাই না আমি এর বেশি সে আর কিবা উপদেশ দিতে পারে নিজের স্বার্থগুলো পকেটে পুরে উধাও হয়ে গেছো পরিযায়ী পাখির [ বিস্তারিত ]