আঁধারের সলতে উস্কে দিয়ে তুমি চলে গেছো আলোর খোঁজে
সিলেবাসহীন জীবনে সঠিক পথের দিশা না পাওয়ায়
আঁধারের দিকেই মুখ ফিরে চলতে থাকি
তাই দেখে মধ্যরাতের মাতাল আমাকে শেখাতে আসে ভরা পূর্ণিমার মানে।

মাতালের দোষ খুঁজে পাই না আমি এর বেশি সে আর কিবা উপদেশ দিতে পারে
নিজের স্বার্থগুলো পকেটে পুরে উধাও হয়ে গেছো পরিযায়ী পাখির মতো
বড় অদ্ভুত তোমার ভালোবাসার নমুনা যা ছড়িয়ে-ছিটিয়ে আছে আমার সমস্ত সত্ত্বায়।

তোমার কুটিল হিসেবের সাথে ছন্দ মিলিয়ে চলতে না পারলেও
ভেবো না অন্ধকারের ভিতর আটকা রবো চিরকাল
মাতালের দেখানো পথে পূর্ণিমার জ্যোৎস্না গায়ে মেখে না হয় পথ চলবো
তোমার চেয়ে মধ্যরাতের মাতালও যে অনেক ভাল।

কারণ, সেও তো একটা পথের দিশা দিতে পারে।

৮১৪জন ৮১৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ