তুমি আমাকে একটা চিঠি লিখবে ? কচি ঘাসের শিশির বিন্দুর মতো দুঃখগুলো সেই চিঠির আলোয় মিলিয়ে যেতে পারে... অমন একটি চিঠি কি পেতে পারি আমি ? নিঃশব্দতার কাছে সমর্পণ করতে যাতে একটুকুও ভাবতে না হয় ! শাড়ীর আঁচলের মতো জড়িয়ে নিতে পারা যায় চিঠির লাজুক অক্ষরগুলো--- চোখ নুয়ে পড়বে , কেঁপে ওঠবে ঠোঁট , এক/দু' [ বিস্তারিত ]