যাচ্ছি যাব বলতে বলতে যেদিন সত্যি সত্যিই চলে গেলে আমাকে ছেড়ে,
ছাড়িয়ে নিলে শেষ দাবিটুকুও সম্পর্কের
সেদিন আমি বুঝিনি, বুঝিনি ভুলেও, কসম
ধমনীতে ততদিনে প্রেমের নিবিড় প্রবাহ কতটা বইয়ে গেছে !
কিংবা আমার কতটা জুড়ে বইয়ে দিয়েছো প্রবাহ তোমার
বিস্তৃত শেকড় কতটুকু ভেতরে আমার বুঝতে পারিনি সেদিন এক রত্তিও !
তাই তুমি যখন চলে যেতে চাইলে আমাকে ছেড়ে
আমি আর ফিরাইনি খুব
ভেবেছিলাম এ যাওয়াটাও বরাবরের মত কাছে আসার অভিপ্রায়ে !
সেদিন বুঝিনি, আজ বুঝি সেই চলে যাওয়াটা ক্ষোভের বিস্ফোরণ কতটুকু !

আজো হিসেব মিলেনি তোমাকে ছেড়ে কতটুকু ভালো আছি
কিংবা কিইবা চেয়েছিলে সেদিন-
তুমিতো ভালো করেই জানতে
চিরকালই আমি স্বপ্ন আর বাস্তবতাকে গুলিয়ে এসেছি
বুঝিয়ে না দিলে বুঝবো কী করে বলো
আমার কতটা জুড়ে বিস্তৃত করেছো তোমার শেকড় !
কিংবা কী সব অনুযোগ পুষে রেখেছো আমার প্রতি ।

এক এক করে তিন তিনটি বছর কেটে গেলো চলে গেলে
আমাকে ছেড়ে, পূর্ণ হলো আমাদের সেপারেশনের !
সেদিন শুনেছি, বাসায় নাকি বিয়ের কথাবার্তা চলছে তোমার
আচ্ছা বলোতো, যে উদ্যত প্রেমিককে সর্বস্ব উজার করে
ভালোবেসেছিলে, রক্ত-মাংসে যার দাহে জ্বলেছো অহর্নিশি
সবিনয়ে তাঁকে ফিরিয়ে, কিংবা তাঁকে দূরে রেখে
তুমিও কী ভালো আছো কিংবা থাকবে খুব একটা ?
সকাল-বিকেলের জার্নি, ভার্সিটি- ক্লাশ ইত্যাদি ব্যস্ততায়
কতটুকু আর ভুলে থাকা যায়, আমিতো পারিনি, সত্যিই কী পেরেছো !

জানি বলবে, একটু একটু করে মানিয়ে নিচ্ছি বেশ
তবে জেনো, তোমার কতটুকু ঘিরে আমি আর আমার কতটুকু
জুড়েইবা তুমি, চাইলেই তা কীভাবে অস্বীকার করবে তুমি ? আমিতো পারিনা !

জানিনা কীভাবে আছো, তবে আজকাল আমার কেবলই মনে পড়ে
মনে পড়ে সেইসব দিনগুলো তোমার আমার
সেইসব স্বপ্নের আদ্যোপান্ত আমাদের !
যখন তুমি আমি দুজন মিলে ছোট্ট একটা ঘরের স্বপ্ন দেখতাম,
স্বপ্ন দেখতাম আমাদের ভালোবাসার ।
কেবলই মনে পড়ে আজকাল স্মৃতিগুলো ভালবাসাময় সেই !
খুব ব্যাকুলতা কাজ করে ভেতরে ভেতরে তখন, করে ভীষণ
অথচ চাইলেই আজ
দু’ঘণ্টার এই দূরত্বটুকু পেরিয়ে তিন বছরের ব্যবধান ঘোচাতে পারবোনা ।
জানি, পারবেনা আর কখনোই ।

একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস চেপে
এক এক করে তিন-তিনটি বছর কেটে গেছে যেভাবে
জানি, বাকী জীবনটুকুও অত্যন্ত নিঃশব্দে সেভাবেই তুমিহীন কেটে যাবে আমার !

৬৮৪জন ৬৬৯জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ