জীবন নাকি ছোট্ট তবু কেন এই ক্ষণাতুর চঞ্চু ডুবানো ! যত আলুথালু হোক তোমার বেশ,আমি ছুঁতে পারি তোমার শরীর ! কামিনী রাতের ঘর,জ্যোৎস্নার ধার,ছুঁয়ে থাকে বন বনান্তর অসংখ্য ইশারায় রাত জেগে থাকা,বন্ধু ! তুমি একজন,কাছে থেকো আমার ডুবে যেতে চাই যদি পাঁকে--কমল তুমি ফুটে উঠো পাশটিতে-- পাপবিদ্ধ পুরুষের দঙ্গল ছুটে চলেছে দেখো,উজাড় করেছে হৃদয় উত্তাপ, বন্ধু ! [
বিস্তারিত ]