অবরুদ্ধ জীবনে মরীচিকা বাঁক,
আমি আর পাশে চলা নেউলে অবাক,
বিষের সাথে জীবনের সঙ্গম।
অনির্বাণ স্বপ্ন খেকো ঝিঁ ঝিঁ পোঁকা ডাকে
রক্ত স্রোতের বুকে প্রতি বাঁকে বাঁকে,
মজ্জায় শূন্যতা একলা দহন।
থেমে নেই থেমে নেই পথ চলা ঢেউ
আমার মতই নেই নেউলের কেউ
হিংস্র সুর্য গালে চাঁদের লেহন।
নিশুতি রাতের দুগ্ধ পানে ব্যাস্ত সজনে ফুল
কুমারী মায়ের বুকে মমতা ব্যাকুল,
মাতাল মুসতারির হঠাৎ পতন।
অপ-পাঠ অপ-পাঠ কবিতারা কাঁদে,
নিষাদী পঙতি আজ কাব্যের ফাঁদে,
বর্ণজালে আটকে থামা জীবন কথন।
এরই মাঝে ছুটে চলা দূর বহুদূর
আমার ও নেউলের স্বপ্ন প্রচুর
শিশিরে শয্যা তাই নিলয় বিহীন।
একদিন কিনে নেব রোদেলা দুপুর
মেখে নিয়ে দু’জনেতে কিছু কর্পুর,
নিশ্বাস বেঁচে দিয়ে দুঃখ বিলীন ।
৮টি মন্তব্য
মা মাটি দেশ
(y) -{@
নীলকন্ঠ জয়
বরাবরের মতই।। -{@
শুন্য শুন্যালয়
বিষের সাথে জীবনের সংগম..বাপরে.
অনেক ভালো লেগেছে ভাইয়া পুরো কবিতাটাই. (y)
আবু জাঈদ
বাঙ্গালী জাতি এখন তাই তো করে চলছে 🙁
জিসান শা ইকরাম
শুন্য শুন্যালয় বলেছেনঃ বিষের সাথে জীবনের সংগম..বাপরে.।
এই মন্তব্যটি আমারও 🙂
আবু জাঈদ
ধন্যবাদ অ ভালবাসা সবার জন্যে
খসড়া
কবিতা সুন্দর হয়েছে। অনেক শব্দের মানে জানি না ডিকসেনারি নিয়ে বস্তে হবে 🙁
হতভাগ্য কবি
কি চমৎকার, শুভেচ্ছা কবি।