ঘরে ঢুকে যখন তোমাকে না দেখি বুকে তখন সাত সমুদ্র আছড়ে পরে।
পাঁজরে কিলবিল করে কবিতার পঙতি।
শিরা উপশিরায় তীব্র হয় একাকীত্বের হাহাকার,
গলার নিচে যেন আটকে আসে সম্পুর্ণ পাহাড়।
পাখি, তোমাকে না দেখলে দম বন্ধ হয়ে আসে।
পদ্মার মত গভীর দুঃখ আমাকে অন্ধ করে দেয়।
খাবার না থাকলে কি ইঁদুর আসবে কেন ?
পাখি, তোমাকে বুকে না জড়ালে
বুকটা মেঘনার চরের মত খা খা করে
তোমার ভাবনা গুলো আমাকে অবশ করে দেয়
৭৭০জন
৬৭৩জন
১৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবি অনেক দিন পরে আসলে
আমাদের সোনেলা দুয়ারে।
ভালোবাসা রইল।
মোঃ মজিবর রহমান
হা হা কার জ্বালাময় প্রেমিকের লেখা ফিরে আসুক পাখি নীড়ে, কবির মন স্বস্তি আসুক।
আবু জাঈদ
ভালবাসা রইল মজিবর ভাই
মোঃ মজিবর রহমান
আপনার ছবিটা সেট দিন ভাই।
ছাইরাছ হেলাল
এ দেখছি ঝড়ো ভালোবাসা উথলে পড়ছে, পড়ুক।
আমাদের জন্য কিছু রেখেছেন দেখে ভাল লাগছে।
আহা, কতদিন পর ফিরে আসলেন মনে রেখে, মনে করে।
পাগলা জাঈদ
আমার মন তো ভাই মহাকাশের মত বড়, ভালবাসার কমতি থাকে কেমনে :p
জিসান শা ইকরাম
অনেক দিন পরে আপনার লেখা পেলাম,
শুভ প্রত্যাবর্তন।
এমন ভালোবাসা বুঝতে পারবে অবশ্যই,
খোলা চিঠি ভাল লেগেছে।
ভাই, প্রফাইলে একটি ছবি দিয়ে দিয়েন।
শুভ কামনা।
মনির হোসেন মমি
আমাদের প্রিয় পাগলা জাহিদ।নামেই পরিচয়।শুভ কামনা ভাই।🌷🌷
সাবিনা ইয়াসমিন
দোয়া করি খোলা চিঠি পাখির কাছে পৌঁছে যাক। আর পাখি যেন এই চিঠি পড়ে তাড়াতাড়ি ফিরে আসে,,
ঘরের ইদুর ঘরে ফিরে আসুক।
চিঠি টা দারুণ হয়েছে। ভালো থাকবেন, শুভ কামনা 🌹🌹
পাগলা জাঈদ
ফিরেছে 🙂
ভাললাগা জানবেন
সাবিনা ইয়াসমিন
প্রোফাইল ছবি এড করুন প্লিজ।
সঞ্জয় মালাকার
ভালোবাসা আর ভালোবাসা
শুভ কামনা।
পাগলা জাঈদ
ভাললাগা রইল ভাই