আপনাকে বলছি লালায়িত সম্রাজ্ঞী —
একদিন তাজা রক্তে মিলেমিশে একাকার
হবে আপনার মুকুটের রক্তজবা,
সাদা পালকের ফুরফুরে কেশাগ্রে মিশে যাবে জনতার ঘাম,
আপনি হবেন সুখী কাঠুরিয়ার
জামা সন্ধানকারী উদ্ভ্রান্ত মানবী।

বুকের পচনধরা মাংসপিণ্ডের
ঘা চেটে দেবে অভুক্ত নেড়ি কুকুর,
কুড়ি দিনে গলা টিপে মেরে ফেলা
শিশুর আত্মা ভর করবে ঐ বেঁকে যাওয়া মেরুদণ্ডে।
নর্দমার হৃদয় ছুঁয়ে আসা কেঁচো মেশানো এক
ফোঁটা ওয়াসার পানির জন্যে আর্তনাদ করবে ককণ্ঠনালী ,
ধিক্কারে ধিক্কারে অবশ হয়ে আসবে দুই চোখের ফ্যাকাসে মনি।
বর্বরতার প্রতীক গণভবন নামক
প্রাসাদে শুরু হবে স্বরণকালের ভয়াবহ শিলা ঝড়,
আশেপাশে লেজ নাচিয়ে ঘুড়তে থাকা বুদ্ধিজীবী ছাগলের পাল মুখ ফেরাবে।

সেদিন আমাদের কথা মনে করবেন সম্রাজ্ঞী
একবার ক্ষমা চেয়ে ফিরে আসবেন এই
নিপীড়িত জনতার বুকে
কথা দিলাম ষোল কোটি বুকের
সবচেয়ে উষ্ণ স্থানে ঠাই দেব আপনাকে।

৮১৯জন ৮১৮জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ