আরও কতটা পথ হাটলে তুমি সঙ্গী করে নিবে আমায়
কত সাগর
কতটা পাহাড়
কত মাইল
কত ক্রোশ
পাড়ি দিলে পথের সাথী হবো তোমার।
আরও কত অশ্রু ঝরলে আমায় তুমি বাসবে ভালো
আরও কত তপ্তরোদে পুড়ে গেলে তোমার আঁচলের নিচে পাবো আশ্রয়
আরও কত তেষ্টা পেলে প্রেমসুধা করতে দিবে পান।
নারী, তুমি বল
আরও কত বিনিদ্র রজনী কাটালে ছায়াসঙ্গী হবো তোমার।
১০টি মন্তব্য
তন্দ্রা
ভাইরে নারী যে প্রেম সুহাগি তারে ভালো বাস পাবে তাঁর দান।
খুব আবেগী ভাই।
চাহিদা যখন আছে যোগান ও পাবে ভাই।
বৈশাখী ঝড়
ধন্যবাদ পাশে থাকার জন্য
ছন্নছাড়া
🙁
বৈশাখী ঝড়
(3 (3
খসড়া
আর কত পথ হাটলে বল ভালবাসা যায়রে।
লীলাবতী
আন্তরিক ভাবে মাত্র এক পা অগ্রসর হলেই হবে :p
নীলকন্ঠ জয়
অপেক্ষায় থাকুন। (y)
ছাইরাছ হেলাল
অগুনিত পথ পেরুলে কিছু একটা আপনি পাবেন ই ।
চলতে থাকুন ।
জিসান শা ইকরাম
এমন ভাবে লিখলে আর বেশী কষ্ট করতে হবে না ।
শুন্য শুন্যালয়
নারী তুমি বলো..
(y)