২।
সোমবার সকালবেলায় অফিসে ঢুকে দেখেন পাশের টেবিলের করিম সাহেব পত্রিকা পড়ছেন ।
আরিফ সাহেবের সুচিবায়ু আছে । টাটকা পত্রিকা না হলে পরতে পারেন না ।
করিম সাহেবের হাতে পত্রিকা দ্যাখে তিনি মনে মনে বলছেন “ ঐ ফাজিল করিম , চশমা দিয়া পত্রিকা পরতেসস ক্যান ? তোরে ইদুরের মত দেখাচ্ছে শালা “
এসময় করিম সাহেব উনার দিকে তাকিয়ে বললেন , দেখলেন ভাই – এবি এম মুসা কি সব হাবিজাবি লিখতেছে ?
আরে ব্যাটা যা লিখবি লেখ , কথায় কথায় ইতিহাস জানিস এটা দেখানোর কি আছে ।
আর তুই কে যে তোকে সব বিষয়ে মত দিতে হবে ?
আরিফ সাহেব বললেন , আপনি হঠাৎ চেতলেন ক্যান ভাই ?
করিম সাহেব বললেন , আরে ভাই , সব প্রবন্ধে দেখি ইতিহাস ঘাঁটাঘাঁটি করে , সঠিক ইতিহাস জানাতে চায়
আরিফ সাহেব বললেন , তো সমস্যা কি ?
করিম সাহেব বললেন , ভাই আমিতো আপনার মত মোটা মাথার মানুষ না , ইতিহাস বিজয়ীরা লিখছে , পরাজিতরা ইতিহাস লেখতে পারেনি ।
এই ব্যাটায় দেখি শুধু ময়লা ঘাঁটাঘাঁটি করে । আরিফ সাহেব উত্তর শুনে থতমত খেলেন । কি বলবেন বুঝতে পারছেন না ।
৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হুম কথাটা কিন্তু সত্যি ইতিহাস বিজয়ীরা লিখেছে, পরাজিত রা লিখতে পারেনি …তাহলে সঠিক ইতিহাস জানার উপায় কি …
স্বপ্ন নীলা
পরাজিতরা ইতিহাস লিখতে জানে না,,,,,,,পারবেও না কোনদিন,,,,,,,,,
মা মাটি দেশ
পরাজয়েরা কোন ইতিহাস লিখেনা লিখলে হয়তো জয়ীদের ইতিহাস আরো গ্রহন যোগ্য এবং রিয়েল ইতিহাস বেরিয়ে আসত।ভাল লাগছে অপেক্ষায়..
জিসান শা ইকরাম
হুম , পরাজিত রাজাকারদের ইতিহাস লেখার সময় হয়েছে , অনেক করুন ইতিহাস , দুস্কের 🙁
ব্লগার সজীব
ভালো লাগলো খুব।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
শুভেচ্ছা জানবেন। -{@
নীলকন্ঠ জয়
পরাজিতদের আবার ইতিহাস কিসের, ইতিহাস গড়ে বিজয়ী বীরেরা। অনেক ভালো লেগেছে।। (y)
খসড়া
ভাল বলেছেন। পরাজীতদের ইতিহাস ও জানা খুব জরুরী।