আমিতো চাইছিলাম ভালবাসতে
তুমি আমারে মসজিদ মন্দির
কোর্ট কাছারি কতো কি দেখাইলা
অথচ দেখো এখন আমি ভালা আছি
ঘুম থেকে উইঠা ভার্সিটি যাই
মাঝেমইদ্ধে নেশায় সাতরাই
আর তোমাকে তোমার প্রেমিক
হোটেলে নিয়া যায়
এই অস্থায়ী বাইজীর চরিত্রে
তোমারে মানাইছে বেশ।
বিছানায় তোমার কামরূপ কামাখ্যা
কামড় আর কামে হোক শুধু যক্ষা।
প্রেমিকা নয় , তোমারে বাইজী
চরিত্রে মানাইছে বেশ।
৭টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বিছানায় তোমার কামরূপ কামাখ্যা
কামড় আর কামে হোক শুধু যক্ষা।
বেশ পরিপাটি বাক্যের অনুভূতি।
প্রিন্স মাহমুদ
কেমন আছেন মাটি ভাই ? ধন্যবাদ।
আবু জাঈদ
এই ভাষায় একজন গ্রাম্য লোকের ভূমিকায় কবিতাটি লিখলে মানাতো, ভার্সিটির একটা ছাত্র কি এ ভাষায় অনুভুতি বলবে?
প্রিন্স মাহমুদ
অবশ্যই। অনুভুতির ssc / hsc নেই। সবার জন্য সমান। কেউ প্রতারিত হলে তাঁকে ধন্যবাদ জানাবে না , গালিই দিবে।
জিসান শা ইকরাম
এইটা কি পড়লাম?
প্রিন্স মাহমুদ
আমার লেখা পরা মানেই সময় নষ্ট ।
বন্য
:D) :D)