বাইজী

প্রিন্স মাহমুদ ৩ নভেম্বর ২০১৪, সোমবার, ০৯:২৮:২১অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

আমিতো চাইছিলাম ভালবাসতে
তুমি আমারে মসজিদ মন্দির
কোর্ট কাছারি কতো কি দেখাইলা
অথচ দেখো এখন আমি ভালা আছি
ঘুম থেকে উইঠা ভার্সিটি যাই
মাঝেমইদ্ধে নেশায় সাতরাই
আর তোমাকে তোমার প্রেমিক
হোটেলে নিয়া যায়
এই অস্থায়ী বাইজীর চরিত্রে
তোমারে মানাইছে বেশ।

বিছানায় তোমার কামরূপ কামাখ্যা
কামড় আর কামে হোক শুধু যক্ষা।
প্রেমিকা নয় , তোমারে বাইজী
চরিত্রে মানাইছে বেশ।

৭০৩জন ৭০৩জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ