আকমল সাহেব সরকারের বন ওপরিবেশ মন্ত্রী। বর্তমানে নামের আগে পিছে দুটি বাক্য যোগ হয়েছে। সামনে তিন তিনবার হজ্জ করার কারণে আলহাজ্ব আর টাকা পয়সা যখন আছে তখন চৌধুরী না থাকলে কেমন যেন লাগে তাই "আলহাজ্ব আকমল হোসেন চৌধুরী "। আজ রমনা পার্কে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন করবেন। চারিদিকে পুলিশি নিরাপত্তার কড়াকড়ি, সাইরেনের শব্দ. পুরো [ বিস্তারিত ]