এমনটা তো কথা ছিল না–তবু তুমি বললে না কথা
মনের বিভেদ মনের মাঝেই ছিল,
তবু যেন অঙ্কুতির হয়ে ফুটে উঠেছিল প্রতিবন্ধিত ফুল !
কথা ছিল বকুলের বেদিতে বসে বন লতায় গেঁথে নেবে মালা।
অথচ বকুল ফুল ঝরে গেছে কবেই ! চিহ্ন তার মাটিতে অসার
তুমি তো একদিন চেয়ে ছিলে আমায়,
আমার ঘ্রাণে দেখো তোমার শরীর,আমার শ্বাসে নাকি তোমার মরণ !
এমনটা তো কথা ছিল না,
রাত্রি জেগে ভোর এলো,কৈ তুমি তো এলে না !
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
হৃদয় ছোয়া অনুভব নিয়ে সকাল যাত্রা শুরু হল ।
আপনাকে শুভ-সকাল ।
তাপসকিরণ রায়
এমনটাই ত হয়।শুভ সকাল জানিয়ে যাত্রা পথের শুরু হয়। আপনাকেও শুভ সকাল জানাই।
খসড়া
ভাল লাগলো উপ্সথাপন।
তাপসকিরণ রায়
ধন্যবাদ জানাই।
তন্দ্রা
মনের কথা গুলো কে ছড়িয়ে দিলেন আপন মনে সকলের জন্য, ধন্যবাদ
তাপসকিরণ রায়
ভাল লেগে থাকলে তবেই হবে সার্থক। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
অনেক ভালো লাগা , অনেক আবেগ (y) (y)
তাপসকিরণ রায়
ভাল লাগার জন্যে ধন্যবাদ।
বৈশাখী ঝড়
রাত্রি জেগে ভোর এলো,কৈ তুমি তো এলে না !
প্রিয়জনের জন্য এ প্রতিক্ষার যেন শেষ নেই। অনেক ভাল লাগা জানাই কবি
তাপসকিরণ রায়
এই মাত্র আপনার কবিতা পড়ে এলাম–এখানে পেয়ে ভাল লাগছে।ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর কবিতা …
শিরোনাম টা অনেক দুঃখজনক…
তাপসকিরণ রায়
আপনার নামটাও দুঃখময় লাগছে–তবু ভাল লাগছে।কবিতা ভাল লেগেছে, জানাই ধন্যবাদ।
নীলকন্ঠ জয়
প্রিয়জনের জন্য অপেক্ষা ফুরিয়ে যাক। নতুন আলোকময় ভোর আসুক।।
তাপসকিরণ রায়
আপনার শুভ কামনাটুকু ভাল লাগলো–আপনাকে অনেক ধন্যবাদ।