রাষ্ট্র জানেনা তোমার-আমার প্রেমের গল্প, সমাজ জানেনা তোমার-আমার সঞ্চারিণী; তবুও আমরা পথ চলেছি লোকালয় থেকে লোকালয়ে। নাসার প্রাত্যহিক বুলেটিনে আমাদের প্রণয়ের খবর অপ্রকাশিত; আমাজনের দাবানলে আমাদের প্রেমের বহ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে- রামায়ণের পৌরাণিক গল্পে তোমার-আমার প্রেম নেই; স্বপ্ন বুনে চলেছি মহাবিশ্ব ঘিরে, সৌরজগতের বলয়ে তোমার-আমার প্রণয় ঘূর্ণায়মান, আমাদের প্রেম এই শহরে বোহেমিয়ান সাদৃশ্য; [ বিস্তারিত ]