আমাদের নীড় বাঁধার সময় যখনই এগিয়ে আসে ঠিক তখনই তুমি এক পা করে পেছাতে থাকো। আশ্চর্য! আমি কেমন সমাজ-সংসার তুচ্ছ করে তোমার কাছে ছুটে গিয়েছিলাম। এদিকে তুমি অনায়াসে বলে বেড়াও, তোমাকে আর ভালো লাগে না। ওমন শুষ্ক, আদ্র চোখে বড্ড বেমানান মনে হয়! এই যে রোজ তোমার জন্য চোখে কাজল আঁকি, সেটা বোধহয় তুমি [ বিস্তারিত ]