আমি তখন নবম শ্রেণির ছাত্র।সবে গোফ গজাতে শুরু করেছে।কাজেই মনের মধ্যেও নানা ধরণের বাজে চিন্তা বিরাজ করে।আমাদের ক্লাসে সবচে সুন্দরী মেয়ের নামে অনেক কাটাকাটি করে প্রেম পত্র দাঁড় করালাম।অনেক সাহস বুকে সঞ্চয় করে মেয়েটিকে চিঠিটা দিয়েও দিলাম।কিন্তু সুন্দরীরা যে এত পাষাণ হতে পারে তা আমার জানা ছিল না।শুনেছিলাম রাবনের বোন সুর্পনখা যখন লক্ষণ কে প্রেমের [ বিস্তারিত ]