গত কাল চিঠি পেলাম
আমার প্রিয়ার বিয়ে,
সারা রাতে ঘুম আসেনি
বিয়ের ভাবনা নিয়ে।
সত্যি বলছি দাদা
আমি হলাম এই জগতে
লেজ ছাড়া গাধা,
কি দোষ দেব তারে
সে তো আমার চেয়েছিল
আপন করিবারে।
বেকার আমি তাই,
এই কারণে তারে বিয়ে করতে পারি নাই
শুনতে পেলাম স্বামী তার বড় চাকরি করে,
দোয়া করি সুখে থাকুক গিয়ে স্বামীর ঘরে।
২৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
সুখে থাকুক সবাই। ছোট কবিতা ভালোই লিখেছেন।
আরো লেখুন, অন্যর লেখা পড়ুন।
শুভ কামনা।
শুভ্র রফিক
সাধুবাদ ইকরাম ভাই।আপনার প্রচেষ্টায় সোনেলায় লিখতে পেরে সত্যি খুব খুশি হয়েছি।আপনার সুন্দর মন্তব্য আমার চলার পাথেয় হয়ে থাকবে।
জিসান শা ইকরাম
এটি আপনার গুন। আপনার খুব আগ্রহ ছিল এখানে লেখার।
আপনিই সব করেছেন, আমি কেবল পথ দেখিয়েছি
আপনার অন্য লেখা আমি পড়েছি
ভাল লেখেন আপনি।
এখানে আপনি আপনার লেখার ভাল পাঠক পাবেন
সবার সাথে মিলেমিশে থাকুন
সবার একজন হয়ে যান
আশাকরি আপনার ভালো লাগবে।
শুভ্র রফিক
সাধুবাদ ইকরাম ভাই।অন্যদের লেখা পড়েছি দু একটা।ভাল লাগছে আপনাদের সাথে মিশে।
আবু খায়ের আনিছ
বাহ! বাহ! কি অভিব্যাক্তি।
স্বাগতম সোনেলায়। -{@ -{@ -{@
শুভ্র রফিক
ধন্যবাদ খায়ের ভাই।নতুন অতিথি।পথ চিনি না।আশা করি আপনাদের সাহায্য পাব, চলার পথে।
আবু খায়ের আনিছ
অবশ্যই, এখানে সবাইকে আপনি পাবেন। লিখতে থাকুন আস্তে আস্তে বুঝতে পারবেন।
অনিকেত নন্দিনী
সোনেলায় স্বাগতম। -{@
আপনার মতো করে কত যুবার স্বপ্ন ধূলোয় মিটে গেলো কেবলমাত্র চাকরি নেই বলে। খুবই কষ্টের কথা। ;?
অন্য কাউকে স্বামী বানাবার পরেও তার জন্য শুভকামনা করছেন। ভাইজান, আপনি মহান। আমাদের সাথেই থাকুন। আরো বেশি বেশি লিখুন, সময় সুযোগ করে অন্যদের লেখাও পড়ুন। জ্ঞান কখনো বিফলে যায়না।
ভালো থাকবেন। সবসময়। 🙂
শুভ্র রফিক
নতুন অতিথি।আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ।সাধুবাদ আমার লেখা পড়ার জন্য
অনিকেত নন্দিনী
আহ্! কী বিনয়। নতুন এসেই কী সুন্দর নিয়মিত হয়ে গেছেন। ভাইজান, সত্যি কথা বলতে কি, আপনার এই মন্তব্য ফ্রেমে বাঁধিয়ে রাখা উচিত।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে।
ছন্দে ছন্দে বেশ লেখেন আপনি,
অভ্যাস করুন এমন শুভ কামনা জানানোর, সকার হওয়ার আগ পর্যন্ত।
শুভ্র রফিক
ছাইরাস হেলাল ভাই কথার জহুরী আপনি।আপনার সাথে কথায় পেরে উঠার শক্তি, সাহস আমার নেই।আপনাদের সাথে যেন মিলে মিশে থাকতে পারি,সেটাই আমার জন্য সবচে বড় পাওয়া।সাধুবাদ আপনাকে
ইলিয়াস মাসুদ
সোনেলায় স্বাগত
ছন্দ কবিতা সবসময় আমার প্রিয়
দারুণ একটা কবিতা দিয়ে শুরু করা
অনেক ভাল লাগা রইল -{@
শুভ্র রফিক
ইলিয়াস মাসুদ ভাই,আমি একেবারেই আনাড়ি।সাথে রাখতে হবে আমাকে।সাধুবাদ ভাইয়া।
রুহুল
হতবাক। এমন নি:স্বার্থ ভালোবাসা আমার দ্বারা সম্ভব না। আমি হয়তো লিখতাম ঠাডা পরে মরুক প্রিয়া স্বামি সহকারে। অসাধারণ ভালো লেগেছে।
শুভ্র রফিক
হা হা হা, রুহুল ভাই কুকুর কে তো আর মানুষে কামড়াতে পারেনা।আমি আনাড়ি।আপনাদের সাথে রাখবেন।সাধুবাদ ভাইয়া
মিথুন
ছন্দ দিয়ে দুখের কবিতা লিখলেও আমি কিন্তু দুলে দুলে পড়েছি। প্রিয়া সুখে শান্তিতে থাক। লোকে যে কেন চাকরি পাবার পরে প্রেমে পড়েনা :p
শুভ্র রফিক
ঠিক বলেছেন মিথুন ভাই।মনে হয় চাকরি পাওয়ার পরে প্রেমে পড়ার মন মানসিকতা থাকেনা।যাই হোক,আপনার ভাল লেগেছে,এটাই আমার সবচে বড় পাওয়া।সাধুবাদ আপনাকে।
শুন্য শুন্যালয়
লেজ ছাড়া গাঁধা
পায়না কভূ রাঁধা
তবু তার সুখের
মন্ত্র চলে সাধা
এমন লোকের পথে
আসুক না আর বাধা।
——————————স্বাগতম সোনেলায় ভাইয়া। দুঃখের কবিতায় খুশি হলাম বলে দুঃখিত। ভাল্লাগছে।
-{@
শুভ্র রফিক
আপনার ভাল লাগায় আমি খুব খুশি হয়েছি।সাধুবাদ আপনাকে।
মোঃ মজিবর রহমান
চিঠিটা সযত্নে রাইখেন
কষ্ট ভোগ করিবার জন্য।
না পোলা গো দেখানর লাইগা।
ভাই এত হৃদয় জোড়া যদি দেয়য়েওনের ইচ্ছাই থাকে তবে ঘর বাধতে পারবনা।
সুন্দর লেখা ভাই।
শুভেচ্ছা অবিরত।
শুভ্র রফিক
অনেক সুন্দর এক খান কতা কইচেন মিয়া ভাই।আপনার সুন্দর মন্তব্য আমার অনুপ্রেরণা হয়ে অনুঘোটকের ন্যায় কাজ করবে।সাধুবাদ আপনাকে
ব্লগার সজীব
বাহ বাহ আপনি তো ছন্দ বেশ ভালোই পারেন। শুনেছি যারা ছন্দ পারেন,তারা প্রচুর লিখতে পারেন। লেখুন নিয়মিত সোনেলায়।
স্বাগতম সোনেলায় -{@
শুভ্র রফিক
সজীব ভাই আমিও মোটামুটি পারি।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
অরুনি মায়া
সোনেলায় স্বাগত জানাচ্ছি -{@ দিয়ে
একবার এসেই জানিয়ে দিলেন প্রাণের প্রিয়ার বিয়ে
অভিশাপ না দিয়ে ভাই চাইলেন তার সুখ
একেই বলে আসল প্রেমিক মায়ায় ভরা বুক 🙂
এত কষ্টের মাঝেও আড়ালে একটু হাসি পেল | রাগ করবেন না যেন 🙂
শুভ্র রফিক
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ