নানা রকম হাসি বেচি
পাইকারি ও খুচরা
ইচ্ছে হলে কিনতে পার
একক কিংবা দোসরা।
খোকা খুকির হাসিতে রয়
পবিত্র সেই সুখ,
তাদের হাসি দেখলে সবার
জুড়িয়ে যায় বুক।
বক্র হাসি হাসেন যারা
যায় না বোঝা মানে
কোন হাসির কি অর্থ
কেউ কি তাহা জানে?
কেহ হাসে মুচকি হাসি
শব্দ হয়না মোটে,
অট্টহাসি শুনলে ভাবে
বোমা বুঝি ফোটে।
প্রেমিক জুটি দারুন হাসে
গালে পড়ে টোল,
হাসিমাখা মুখে ঢুলি
বাজিয়ে যায় ঢোল।
কেহ হাসে খলখলিয়ে
ঝরণা ধারার মত,
কত রকম হাসি আছে
বলব আমি কত?
বুড়াবুড়ি হাসে দেখ
দাঁত পড়া মুখে
এত হাসি দেখেও কেহ
হাসে অতি দুখে।
সুখের হাসি দুখের হাসি
যে রকমই হয়,
হাসিতে ভরিয়া উঠুক
হাসি ভুবন ময়।
১২টি মন্তব্য
খসড়া
কিছু হাসি খুব কষ্ট দেয়, ওই হাসিতে আমার বড় ভয়।
শুভ্র রফিক
হাসির মাঝে যেমন কান্না থাকে।কান্নার মাঝেও হাসি থাকে।হাসি কান্না নিয়েইতো জীবন।একুশের শুভেচ্ছা রইল।ধন্যবাদ আপনাকে।
অরুনি মায়া
হাসির পরেই আসে কান্না ,তাই হাসিতে বড্ড ভয়
শুভ্র রফিক
হাসি কান্না যে জীবনেরই অংশ।ধন্যবাদ আপনাকে।একুশের শুভেচ্ছা।
ইলিয়াস মাসুদ
সত্যি হাসির কত অর্থ রয়েছে…… কিছু হাসি আছে চরম রহস্যের 🙂
শুভ্র রফিক
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। একুশের শুভেচ্ছা নিবেন।
ছাইরাছ হেলাল
বেশ লেখেন আপনি।
হাসি আছে বলেই আমরা বাঁচি।
শুভ্র রফিক
আপনি হলেন ভাষার কারিগর।একুশের শুভেচ্ছা নিবেন ভাই।আপনার শরীরের অবস্থা কি?দোয়া রইল সতত।
শুন্য শুন্যালয়
হাসির বিকল্প নেই, কিছু কান্নাও সুন্দর। তবে চাই পৃথিবীটা হাসিতে ভরে থাকুক, এমন করে কবিতার ছন্দে ছন্দে। বেশ লিখেছেন ভাইয়া।
শুভ্র রফিক
অনেক অনেক ধন্যবাদ আপু।মহান একুশের শুভেচ্ছা গ্রহণ করুন।
মুহাম্মদ আরিফ হোসেইন
মজার কবিতা তো! 😀
শুভ্র রফিক
ধন্যবাদ ভাইয়া।মহান একুশের শুভেচ্ছা নিন।