ওরে বাবা আসছে তেড়ে
এখন আমি পালাই
এদিক আবার হাঁটুর কাছে
ছিঁড়ছে প্যান্টের সেলাই।
গিন্নী আমার বড় জল্লাদ
হাতে নিয়ে ঝাড়ু,
আসছে তেড়ে আমার দিকে
খাব না আর নাড়ু।
ভাতে মারে, ঠোঁটে মারে
হাতেও মারে বেটি,
পা পেঁচিয়ে মারে আঘাত
পাইলে হাতে লাঠি।
গিন্নীর জন্য ভয়েই থাকি
কখন কি যে করে,
মনে হচ্ছে গিন্নীর ভয়ে
যাব বুঝি মরি।
দিনে মারে যেমন তেমন
রাতে বেশি মারে,
লোকজন সবাই ঘুমিয়ে পরলে
বাতি নেভার পরে।
১৩টি মন্তব্য
খসড়া
যাক আপনার গিন্নির তাহলে চক্ষু লজ্জা আছে।
শুভ্র রফিক
হা হা হা।ধন্যবাদ ভাই
অরুনি মায়া
গিন্নি এত মারে কেন? আপনার অপরাধের তালিকা জাতি জানতে চায় ;?
শুভ্র রফিক
এখন তো শুধু গিন্নী মারে।অপরাধের তালিকা প্রকাশ করলে জাতি মারবে।অতএব, তালিকা প্রকাশ না করাই হবে বুদ্ধিমানের কাজ।ধন্যবাদ সরস মন্তব্য করার জন্য।
ছাইরাছ হেলাল
মাইর চলুক,
রাতের মাইর কিন্তু খারাপ না।
শুভ্র রফিক
জি আমার গিন্নী ও বলেন রাতের মাইরে ভাইটামিন আছে।ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
মাইর মনে হয় মাটিতে পড়ে না একটাও? 😮
আহারে বেচারা 🙁
শুভ্র রফিক
টার্গেট ঠিক বলেই মাইর মাটিতে পরে না।হা হা হা।ধন্যবাদ ভাই
জিসান শা ইকরাম
অনেকদিন লিখছেন না কিছু
নতুন লেখা দিন। -{@
শুন্য শুন্যালয়
মার খেতে তো মজাই লাগে মনে হয় ভাইয়া, নইলে এমন ছন্দে ছন্দে মাইরের কথা আসতো না 🙂
মজা পেলাম 🙂
শুভ্র রফিক
মাইরে কি আর মজা লাগে
লাগে খালি ব্যথা,
কারে কইমু দুঃখ আমি
কেউ বোঝে না কথা।
ধন্যবাদ আপা।
নীলাঞ্জনা নীলা
ছন্দের মজাই আলাদা। আর তাই লেখা বেশ লেগেছে।
শুভ্র রফিক
অনেক অনেক ধন্যবাদ নীলা আপা।