ফেলে আসা দিন গুলো

শুভ্র রফিক ২৭ জানুয়ারি ২০১৬, বুধবার, ০৯:২৫:০৮পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

FB_IMG_1453802357909
আবার যদি ফিরে পেতাম
সেই সোনালি দিন গুলি
দৌড়ে যেতাম দোলনার কাছে
লেখা পড়া সব ফেলি।

গাছের সাথে লতার সাথে
ভাব করিতাম কত,
আবার যদি পেতাম সময়
ছেলে বেলার মত।

মায়ের মুখের সেই বকুনি
খেতে ইচ্ছে করে,
মা থেকে আজ আমি থাকি
যোজন যোজন দূরে।

ছেলে মেয়ে মিলে আমরা
হল্লা করতাম মাঠে,
দুই পাড়ার ছেলে মেয়ে
আসত সবাই ছুটে।

সন্ধ্যা বেলা ফিরে যেতাম
আপন আপন ঘরে,
সে সব কথা পড়লে মনে
মনটা কেমন করে।

১৪৪৬জন ১৪৩৩জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ