কল্পনা ও স্বপ্ন বাস্তবতার পথ বেয়ে হারিয়ে যেও না, হে আমার আত্মার সৌন্দর্য, দাঁত চেপে লাজুক ভঙ্গিতে একটু অপেক্ষায় থেকো; আশীর্বাদের দরজা খুলে অনুগ্রহের ফেরেশতা এলো বলে। হে সুলতানুল সুলতান, এ শব্দ জঞ্জালের দিকে চোখ রেখো-না, বানিয়ে বলা না-বলা লেখা/কথার অন্তঃসার শূন্যতা সে শুধু তুমি-ই জানো, তুমি-ই জা্নো রসদ-পত্রের আতীব্র শূন্যতা; অন্ধ মন/চোখ মেলে [ বিস্তারিত ]