চির-হরিৎ-বনের মায়া পেছনে ফেলে তিনি আবার খেলতে যাবেন সবুজ মাঠের খেলুড়ে হবেন; যাবে কী যাবে না, খেলবে কী খেলবে না সে এক প্রশ্নবিদ্ধ প্রশ্ন-চিহ্ন, যদিও খেলা-ইচ্ছে প্রগাঢ়; উফ সেই সব খেলা-দিন, দিনে-দিনে-রাত অব্দি নিস্তার পায়নি! নিস্তার নেয়নি; ডাকছে আবার খেলা-সাথি/সাথিরা, ভয় হয়, দু'যুগের বিরতিতে হুট করে মাঠে নেমে টেঁসে যাব না-কী!! ছিঁড়ে-ফিড়ে চিরে-চ্যাপ্টা হয়ে যাব [ বিস্তারিত ]